হলদিবাড়ি ব্লকের রাঙ্গাপানি কলোনির বাসিন্দারা অনেক ঝুঁকি নিয়েই নালা পারাপার করে থাকেন ৷ ছাত্র-ছাত্রীরাও এভাবেই নালা পেরিয়ে প্রতিদিন স্কুলে যায় ৷ কারণ বিকল্প পথ যেটা রয়েছে, সেটা অনেকটাই বেশি পথ অতিক্রম করতে হয় ৷
অন্য পথে যেতে হলে বাসিন্দাদের ভাওলাগঞ্জ হয়ে প্রায় আড়াই কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হয় ৷ সমস্যাটা সবচেয়ে বেশি হয় বর্ষাকালে ৷ কারণ ওইসময় এই ঝুঁকির পারাপার অত্যন্ত সমস্যার এবং ভয়ের কারণ ৷ কাজেই বুড়ি তিস্তার বড়ো নালার উপর সেতু না থাকায় ভালমতোই সমস্যায় পড়েছেন দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙ্গাপানি কলোনির বাসিন্দারা ৷ অনেকদিন ধরেই তাঁরা সেতু তৈরির দাবিতে সরব হয়েছেন ৷ সেতু তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ গ্রাম পঞ্চায়েতের পক্ষে যে দেওয়া সম্ভব নয়, সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷ এর জন্য চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের কাছে আবেদন করাও হয়েছে ৷
advertisement
রাঙ্গাপানি কলোনিতে প্রায় ৯৬ পরিবারের বাস ৷ তাঁদের প্রত্যেকদিনই এভাবে কষ্ট করে নালা পেরিয়ে যাতায়াত করতে হয় ৷ তাঁদের দ্রুত সমস্যার সমাধান হয় কী না, সেটাই দেখার ৷