নির্বাচনের আগে একেই হাতিয়ার করে পালটা আসরে বিমল গুরুং, অনীত থাপারা। এ দিকে আসন্ন নির্বাচনে বিজেপি, জিএনএলএফ এবং বিনয়-অনীতরা যে কোনও ফ্যাক্টর নয়, তাও স্পষ্ট করেন গুরুং। তাঁর দাবী, কাল বা পরশু নির্বাচন হোক, উত্তর পেয়ে যাবে। সহজেই জয়ী হবেন তাঁরা। তবে বিনয়দের সঙ্গে কোনওভাবেই এক হয়ে তারা নির্বাচন করবে না। দুই শিবিরের মেলার কোনও সম্ভাবনাই নেই। বিমল গুরুং ঘুরিয়ে বিনয় তামাংদের উদ্দ্যেশ্যে বলেন, এখন প্রধানমন্ত্রীর কাছে কে চিঠি লিখছে, তা দেখছে সকলেই। আসন্ন নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট গড়েই লড়বেন। একাধিক আসন উত্তরবঙ্গ থেকে পাবেন, দাবী গুরুংয়ের। এ জন্যে পরিশ্রম করে চলেছেন। ডুয়ার্সে কয়েকটি জায়গায় অল্পবিস্তর দলের মধ্যে ফাঁকফোকড় রয়েছে। তা দ্রুত কাটিয়ে তুলতেই আগামিকাল শুক্রবার থেকে ডুয়ার্স অভিযান গুরুংবাহিনীর।
advertisement
শিলিগুড়িতে বসে এ দিন বিমল গুরুং জানান, মমতা বন্দোপাধ্যায়কেই তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রীর আসনে বসানোই তাঁর প্রথম এবং প্রধান লক্ষ্য। তাঁর দলের বেশ কয়েকজন নেতার বিজেপিতে যোগদান প্রসঙ্গে তাঁর দাবী, প্রার্থী হওয়ার জন্যে গিয়েছেন। তবে কর্মীরা কেউই যাননি।
Partha Sarkar