মহিলার অভিযোগ, তাঁর গায়ে হাত দিয়ে এক কর্তব্যরত জিআরপি অশালীন আচরণ করে৷ মালদহ জিআরপি ওই মহিলা ও তাঁর পরিবার অভিযোগ জানাতে গেলে, অভিযোগ নিতে টালবাহানা করে মালদহ জিআরপি৷ ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ শিয়ালদহে নেমে অভিযোগ জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছে পরিবার৷
দার্জিলিং মেলে কয়েক দিন আগেই এক যাত্রীর কানে পোকা ঢুকে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে৷ হঠাৎ ওই যাত্রী বলতে থাকেন তাঁর কানে কিছু একটা ঢুকেছে। কিছুক্ষণের মধ্যেই প্রবল যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি। তা শুনে তড়িঘড়ি এগিয়ে আসেন সহযাত্রীরা। কয়েকজন জানান, ওই যাত্রীর কান থেকে রক্ত বেরতে থাকে। তা দেখে ঘাবড়ে যান অনেকেই। তখনই কিছু যাত্রী টিটি’র কাছে গিয়ে চিকিৎসকের ব্যবস্থা করার জন্য বারবার অনুরোধ করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকেও অনুরোধ করেন। অভিযোগ, কেউই কিছু করতে পারবেন না বলে জানান। তখন ক্ষুব্ধ যাত্রীরা চেন টানলে ট্রেন আজিমগঞ্জ স্টেশনে দাঁড়ায়। স্টেশন মাস্টারের কাছে গিয়ে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসকের দাবিতে।
advertisement
আরও ভিডিও: চলন্ত ট্রেনে গার্ডের সামনেই মহিলার শ্লীলতাহানি, দেখেও প্রতিবাদ করেননি সহ-যাত্রীরা