TRENDING:

Rhinoceros Census: উত্তরবঙ্গে শেষ হল গন্ডার সুমারি, রিপোর্টে থাকবে চমক! দাবি বন দফতরের

Last Updated:

মঙ্গলবার ছিল প্রথম দিন, নির্বিঘ্নেই প্রথম দিনের গন্ডার শুমারি শেষ হয় বলে খবর (Rhinoceros Census)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: গরুমারা জাতীয় উদ্যানে শেষ হল দু'দিন ধরে চলা গন্ডার গণনা (Rhinoceros Census)। বন দফতর সূত্রের খবর, ২০১৯ সালের পর ২০২২ সালের হচ্ছে গন্ডার গণনা ৫০ টি দল এবার গণনাতে অংশগ্রহণ করেছে (Rhinoceros Census)। দলে রয়েছে বনকর্মী, ফরেস্ট গাইড, স্বেচ্ছাসেবী সংগঠন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। একটি দলের তিন থেকে চারজন করে সদস্য রয়েছে। এবারের গন্ডার গণনাতে ১৭ টি কুনকি হাতিকে ব্যবহার করা হচ্ছে। দু'দিন ধরে ৫০ টি দলে ভাগ হয়ে চলল গণনা। মঙ্গলবার ছিল প্রথম দিন, নির্বিঘ্নেই প্রথম দিনের গন্ডার শুমারি শেষ হয় বলে খবর (Rhinoceros Census)।
Rhinoceros Census
Rhinoceros Census
advertisement

বন দফতর সূত্রে খবর, গরুমারা জাতীয় উদ্যানের ২৫২ বর্গ কিলোমিটার এলাকার গণনা হচ্ছে গন্ডারের। গরুমারা জাতীয় উদ্যানের অধিনে ২০ টি রেঞ্জ রয়েছে। কুনকি হাতির পিঠে চড়ে বনকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গন্ডার গণনার কাজে যুক্ত হয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্তরা গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলে এ দিন গন্ডার গননা শুরু করেন। এ দিন বেশ কয়েকটি গন্ডার শাবকের দেখা মিলেছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: একের পর এক হাঁস-মুরগি উধাও! তাকে ধরতে সন্ত্রস্ত্র গ্রামে খাঁচা বসাল বন দফতর

২০১৯-এর শেষ গন্ডার সুমারিতে ৫২ টি বড় এবং ৩ টি শাবক গন্ডারের দেখা মেলে। ২০১৯ সালের পর মাঝে বেশ কয়েকটি গন্ডারের মৃত্যু হয়েছে বিভিন্ন কারনে। এ বার সেই সংখ্যা ৬০ ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান বনকর্মীদের একাংশের। বন দফতরের তরফে গন্ডার সুমারি উপলক্ষে পর্যটকদের জন্য দু'দিন বন্ধ রাখা হয়েছে গরুমারা জাতীয় উদ্যানে প্রবেশ। গরুমারা জাতীয় উদ্যান এবং জলদাপাড়া জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের বাসস্থানের জন্য খ্যাত। তাই এখানে গন্ডারের সংখ্যার উপর তার নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন বিষয় নির্ভর করে। এদিকে গন্ডার গণনাতে বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন কে শুমারির কাজে না নেওয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

advertisement

আরও পড়ুন: সাধের টয় ট্রেনেই শেষ জীবন, মারাত্মক ঘটনা পাহাড়ে!

পরিবেশ প্রেমী সংগঠন ন্যাসের কর্মকর্তা নফসর আলি বলেন, 'সারা বছর আমরা বন্যপ্রাণী নিয়ে কাজ করি, মানুষকে সচেতন করা কোন বন্যপ্রাণী লোকালের বেরিয়ে এলে বনদপ্তর এর সাহায্যে তাদেরকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া। বন দফতরকে বিভিন্ন কাজে সহযোগিতা করি। বিগত বছরগুলোতে আমরা গন্ডার গননাতে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু এবছর আমাদেরকে জানানো হয়নি। অথচ নতুন নতুন সংগঠনকে গণনার কাজ নেওয়া হয়েছে। আমরা বিষয়টি নিয়ে রাজ্যের বনমন্ত্রীকে অভিযোগ জানাব।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জলপাইগুড়ির অননারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, 'গরুমারা জাতীয় উদ্যানে ২০১৯ সালের শেষবার গণনাতে ৫২ বড় গন্ডার এবং ৩ টি শাবকের মিলেছিল, এবার সেই সংখ্যাটা অনেকটা বাড়বে বলে আমাদের অনুমান। একেকটি দলের মধ্যে রয়েছেন ৩-৪ জন করে। যার মধ্যে বন কর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রয়েছেন।'

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rhinoceros Census: উত্তরবঙ্গে শেষ হল গন্ডার সুমারি, রিপোর্টে থাকবে চমক! দাবি বন দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল