প্রসঙ্গত, শিলিগুড়িতে মাস কয়েক আগে অ্যাম্বুলেন্সের ভিতরে কফিনে গাঁজা মিলেছিল। তারপর জুতোর সোলে সোনাও পাচার করতে গিয়ে হাতেনাতে পাকড়াও হয়েছিল ভিনরাজ্যের ২ যুবক। ধৃতদের কাছে মিলেছিল ১৭ সোনার বিস্কুট। যার বাজারমূল্য প্রায় দেড় কোট টাকা। ঘটনাস্থল সেই শিলিগুড়ি।
আরও পড়ুন: বলুন তো, ভারতের কোন রাজ্যে বেতন সব থেকে বেশি? বাংলার কী অবস্থা, শুনে চমকে যাবেন!
advertisement
কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, আগে মায়ানমার থেকে চোরাপথে সোনা আসত ভারতে। তারপর শিলিগুড়িকে করিডোর হিসেবে ব্যবহার করে সেই সোনা পাচার করা হত দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু এবার সোনা আনা হয়েছিল বাংলাদেশ থেকে! কোচবিহারের তুফানগঞ্জে সীমান্ত পেরিয়ে বিহারের ডালখোলা যাওয়ার পরিকল্পনা করেছিল ধৃত ২ যুবক। কিন্তু শেষরক্ষা হয়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2024 6:20 PM IST