জিএনএলএফের শ্রমিক সংগঠনের সভাপতি ছিলেন জে বি তামাং ৷ বেশ কয়েক মাস আগের একটি ঘটনার মামলায় ওয়ারেন্ট ছিল তাঁর বিরুদ্ধে ৷ সেই মামলার প্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে তাঁকে ৷ যদিও মিথ্যে মামলায় তামাংকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ ৷ জে বি তামাং-কে গ্রেফতারের প্রতিবাদে জোড়বাংলো থানা ঘেরাও করে প্রতিবাদ জানাবে জিএনএলএফ ৷
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই পাহাড়ে ক্ষমতায় ফিরতে জিএনএলএফ ও গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুংপন্থীরা জোট বেঁধেছে ৷ জিএনএলএফকে সরিয়ে ক্ষমতায় আসেন বিমল গুরুং ৷ পাহাড়, তরাই ও ডুয়ার্সের মানুষের স্বার্থেই এই পদক্ষেপ বলে দাবি করেছিলেন সুবাস ঘিসিংয়ের দল ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2019 10:52 AM IST