কোচবিহারের রাজকুমারী। মহারাজা দ্বিতীয় সওয়াই মান সিংহের সঙ্গে বিয়ের পর জয়পুরের তৃতীয় মহারানি হন গায়ত্রী দেবী । ১৯৩৯ থেকে ১৯৭০ সাল পর্যন্ত রাজত্ব করেন। ধ্রুপদী সৌন্দর্যের জন্য খ্যাত গায়ত্রী দেবী সেযুগের ফ্যাশন আইকন। রাজকুমারীকে নিয়ে কোচবিহারের মানুষের আবেগ আজও সীমাহীন। এখন রাজবাড়ি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে। দু'বছর আগে গায়ত্রী দেবীর একটি ছবি রাজবাড়িতে লাগায় এএসআই। শনিবার বিকেলে দেখা যায় সেই ছবিটিই উধাও। তদন্তে নেমে চব্বিশ ঘণ্টার মধ্যেই ছবিটি উদ্ধার করে কোতয়ালি থানার পুলিশ। প্রথমে রাজবাড়ির দুই অস্থায়ী কর্মীকে আটক করা হয়। পরে গুড়িয়াবাড়ি থেকে মংলু দাস নামে এক যুবক গ্রেফতার হয়। পুলিশের দাবি,
advertisement
রাজবাড়ির দোতলায় ওঠার সিঁড়ির পাশে ছবিটি লাগানো ছিল। মংলু সম্ভবত রাজবাড়ির দেওয়াল টপকে ভিতরে ঢোকে। এরপর ছবিটি নিয়ে পালিয়ে যায়।
রাজবাড়ি থেকে আরও কোনও সামগ্রী খোয়া গিয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। যৌথভাবে রাজবাড়ির নিরাপত্তার দায়িত্বে এএসআই ও রাজ্য পুলিশ। কীভাবে দেওয়াল টপকে মংলু ভিতরে ঢুকল, আবার ছবি নিয়ে পালিয়েও গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শীঘ্রই বৈঠকে বসতে চলেছে দু'পক্ষ।