গনি পরিবারের সদস্য তথা মালদহ দক্ষিণের লোকসভা সাংসদ ঈশা খান চৌধুরী জানান, “এই গাড়িটির সঙ্গে জড়িয়ে রয়েছে জেলাবাসীর আবেগ। মন্ত্রী থাকাকালীন তিনি জেলায় যখন ঘুরে বেড়াতেন, তাঁকে দেখতে যেমন ভিড় জমত ঠিক একইভাবে ভিড় জমত এই গাড়িটিকে দেখতে। এবিএ গনি খান চৌধুরী আজও মানুষের মনে প্রাণে জীবিত রয়েছেন। তাই তাঁকে স্মরণ করে জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন আজও ছুটে আসে এখানে।”
advertisement
আরও পড়ুন : বিরল লাল ঘাড়ের ধনেশপাখির দেখা মিলল বাংলার পাহাড়ে! উচ্ছ্বসিত পক্ষীপ্রেমীরা! কোথায়? জানুন বিশদে
এবিএ গনি খান চৌধুরী অর্থাৎ আবু বরকত আতাউর গনি খান চৌধুরী জেলাবাসীর কাছে তিনি পরিচিত বরকত দা’ নামে। প্রয়াত হয়েছেন প্রায় দুই দশক আগে। তবে আজও জেলাবাসীর মনেপ্রাণে জীবিত মালদহের এই নেতা। মৃত্যুর প্রায় দুই দশক পরও তাঁকে স্মরণ করে আজও মালদহের কোতোয়ালি ভবনে ছুটে আসেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন।