গত ১৮ জুন ফালাকাটা শহরের এক শিক্ষক দম্পতির বাড়িতে দিনের আলোয় চুরি হয়। সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতিরা। ঘটনা ঘটার পরপরই তদন্তে নেমে পড়ে পুলিশ। বুধবার সেই চুরির কিনারা করে ফেলল ফালাকাটা থানার পুলিশ।
আরও পড়ুন: বীরসা ও রবির ছবি হাতে ভাষা আন্দোলন! ঝাড়গ্রামে মমতাকে ঘিরে উচ্ছ্বাস
advertisement
জানা গিয়েছে, ফালাকাটা পুরসভার দুলাল দোকান এলাকার বাসিন্দা অনুপম বর্মন ও তাঁর স্ত্রী দুজনেই চাকরি করেন। গত ১৮ জুন প্রতিদিনের মতোই দু’জনে অফিসে বেরিয়ে গিয়েছিলেন। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে একদল দুষ্কৃতি দিনের আলোতেই হানা দেয়। বাড়ির দরজা ও গ্রিল ভেঙে ঢুকে আলমারিতে রাখা সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয়। বাড়ি ফিরে চুরির বিষয়টি টের পান ওই দম্পতি। খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তে নেমে পুলিশ প্রথমে কোচবিহার জেলার মাথাভাঙা থেকে অখিল শাহ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তাকে জেরা করে বীরপাড়ার পাপ্পু সাহানি ও আকাশ শাহ ও ফালাকাটার নরসিংহপুরের পবন রায়কে এরপর গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: বন্যা চাইছে এই গ্রামের বাসিন্দারা! কারণ জানলে আরও অবাক হবেন
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭৬.১৭ গ্রাম সোনার গয়না। এছাড়াও পাওয়া গিয়েছে ৮৬০.২১ গ্রাম রুপোর গয়না। এদিকে তদন্তের স্বার্থে বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে চায়নি ফালাকাটা থানার পুলিশ। ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলা আদালতে ৪ জন ধৃতকে তোলা হয়েছে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ধৃতদের ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।