TRENDING:

Siliguri: নীল সাদা নয়, থাকুক পুরনো পোশাক! শিলিগুড়িতে পথে নামলেন সরকারি স্কুলের প্রাক্তনীরা

Last Updated:

কয়েকমাস আগেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়, রাজ্য সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত সব স্কুলের পোশাকের রং হবে নীল সাদা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: স্কুলের পোশাকের রং হবে নীল- সাদা৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি নিয়ে রাস্তায় নামলেন শিলিগুড়ির বিভিন্ন সরকারি স্কুলের প্রাক্তনীরা৷ তাঁদের দাবি, স্কুলের চিরাচরিত পোশাকই স্কুলের পরিচয়৷ তা বদলানো চলবে না৷ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তাঁরা৷
শিলিগুড়িতে নীল-সাদা স্কুল পোশাকের প্রতিবাদ৷
শিলিগুড়িতে নীল-সাদা স্কুল পোশাকের প্রতিবাদ৷
advertisement

কয়েকমাস আগেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়, রাজ্য সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত সব স্কুলের পোশাকের রং হবে নীল সাদা৷ ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে নতুন পোশাক বিতরণ শুরুও হয়ে গিয়েছে৷ কিন্তু সেই সিদ্ধান্তেরই বিরোধিতা করে এবার শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা একজোট হয়ে পথে নামলেন৷ মিছিলে অংশ নেওয়া অনেকের হাতেই ছিল ছোট ছোট প্ল্যাকার্ড৷ তার কোনওটিতে লেখা ছিল, 'আমাদের বিদ্যালয়, আমাদের পোশাক। আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব'৷ আবার কোনও প্ল্যাকার্ডে লেখা, 'ইউনিফর্ম নিরাপত্তার একটি দিক৷' কেউ আবার লিখে এনেছিলেন,'আমার কৈশোরনামা, খয়েরি বেল্ট-সাদা জামা৷'

advertisement

যে স্কুলগুলির প্রাক্তনীরা এ দিনের মিছিলে অংশে নিয়েছিলেন তাদের মধ্যে ছিল শিলিগুড়ি গার্লস হাইস্কুল, তরাই তারাপদ হাই স্কুল, এনজেপি রেলওয়ে কলোনি হাইস্কুল, মার্গারেট হাইস্কুলের মতো শিলিগুড়ির নামী স্কুলগুলি৷

আরও পড়ুন: ৮০ হাজারেরও বেশি আবেদনপত্র, সেট পরীক্ষা নিয়ে চাকরিপ্রার্থীদের উৎসাহ তুঙ্গে

শান্তিপূর্ণ এই পদযাত্রায় বিভিন্ন বয়সের মানুষ পা মিলিয়েছিলেন৷ তাঁদের মধ্যে কেউ হয়তো সদ্য স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে পা দিয়েছেন, আবার অনেকেই আছেন যাঁরা এখন নিজেরাই অভিভাবক৷

advertisement

মিছিলে অংশগ্রহণারী সেরকমই একজন বললেন, 'পুরনো পোশাকের পরিবর্তনের জন্য নির্দেশিকা এসেছে৷ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক৷ প্রতিটি স্কুলের পোশাক সেই স্কুলের ঐতিহ্য৷ রাস্তাঘাটে পড়ুয়ারা অনেক বিপদেও পড়ে৷ তখন স্কুলের পোশাক দেখেই ওই ছাত্র বা ছাত্রী কোন স্কুলের পড়ুয়া তা সবাই বুঝতে পারেন৷ সেই স্কুলে খবর দেওয়া সম্ভব হয়৷ সংশ্লিষ্ট সবার কাছে তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছি৷ একজন প্রাক্তনী এবং একজন অভিভাবক হিসেবে একথা বলছি৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আবার তুলনায় নবীন দেবজিৎ চক্রবর্তী নামে একজন বললেন, 'আমরা কোনও রাজনীতি করার জন্য পথে নামিনি৷ মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, পোশাক পরিবর্তন করবেন না৷ কারণ আমাদের স্কুলের বয়স ৭৫ বছর হয়ে গিয়েছে৷ তাই অনুরোধ করব, এই স্কুলের পোশাক বদল করবেন না৷'

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri: নীল সাদা নয়, থাকুক পুরনো পোশাক! শিলিগুড়িতে পথে নামলেন সরকারি স্কুলের প্রাক্তনীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল