পাহাড় তুমি কার? বিনয় তামাং না বিমল গুরুংয়ের? জোর লড়াই শুরু হয়েছে। তিন বছর আত্মগোপন করে থাকার পর পুজার আগে প্রকাশ্যে আসেন বিমল গুরুং, রোশন গিরিরা। প্রকাশ্যে এসেই গুরুংয়ের সাফ কথা, তৃণমূলের সঙ্গে জোট গড়েই একুশের নির্বাচন লড়বো। মমতা বন্দোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী হিসেবে জিতিয়ে আনাই লক্ষ্য। গতকালও একই সুর শোনা গিয়েছে গুরুংয়ের গলায়। বিজেপিকে যোগ্য জবাব দেওয়া হবে। ওরা পাহাড়ের জন্য কিছুই করেনি। মন্তব্য বিমল গুরুংয়ের। গতকালই বিজেপি যোগ দেওয়া দার্জিলিং পুরসভার কাউন্সিলরকে পাশে বসিয়ে বিমল গুরুং প্রমাণ করে দেন তিনি এখোনো ফুরিয়ে যাননি। তাঁর সঙ্গে ১৭ জন কাউন্সিলর রয়েছেন। তারপরই বিনয় তামাং দাবী করেন, বিজেপি যোগ দেওয়া ১৮ জন কাউন্সিলর তাঁর শিবিরে। প্রসঙ্গত ৩২ আসন বিশিষ্ট পুরসভার ২ জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বাকি ৩০ জনের মধ্যে একজনের আইনি জটিলতা রয়েছে। বাকি রইলো ২৯ জন কাউন্সিলর। অর্থাৎ কাউন্সিলরদের নিজেদের শিবিরে টানা নিয়েও চলছে লড়াই। বিনয়পন্থীদের দাবী, গুরুং পাহাড়ে ফিরলে ফের অশান্তি ছড়াবে। অন্যদিকে বিমলপন্থীদের পালটা দাবী, পাহাড়ে এখোনো গুরুংয়ের যথেষ্ট প্রভাব রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবারে যুযুধান দু'পক্ষকে কিভাবে সামনে আনবেন এটাই বড় প্রশ্ন। তবে সূত্রের খবর, আপাতত বিমল, রোশনদের ঠিকানা হবে ডুয়ার্স। পাহাড়ে বিনয়, অনীত। একুশের নির্বাচনকে সামনে রেখে এভাবেই ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল। কেননা পাহাড়ের তিন আসনের পাশাপাশি ডুয়ার্সেও একাধীক আসন রয়েছে। যেখানে গোর্খা ভোট বড় ফ্যাক্টর। লোকসভা নির্বাচনে তার ফল হাতেনাতে পেয়েছে তৃণমূল। সবমিলিয়ে হিমেল হাওয়ার মাঝেই পাহাড়ে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে।
advertisement
Partha Sarkar
