মন্ত্রীর হুঁশিয়ারি, ''এর পরেও যাঁরা তা করবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে দল।'' মালদহে এসে নির্দল প্রশ্নে এভাবেই দলের অবস্থান স্পষ্ট করে কড়া হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের। বুধবার মালদহে একটি বেসরকারী হোটেলে ইংরেজবাজার ও পুরাতন মালদহ পৌরসভার দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ। তিনি আরও জানান, মালদহের দুই পুরসভায় গুরুত্বপূর্ণ এবং সিনিয়র লিডারদের বিভিন্ন ওয়ার্ড জেতাতে দলের অবজারভার হিসেবে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে।''
advertisement
এদিকে, কোচবিহার থেকে বাগডোগরা নামতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন গৌতম দেব। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় দলের প্রচারে গৌতম দেবকে অংশগ্রহণ করতে বলেছেন তৃণমূল নেত্রী। এরপর গৌতম দেব বলেন, ''এখান থেকে সোজা দার্জিলিং যাচ্ছি, ওখানে থাকব। আগামী ১৮ ফেব্রুয়ারি ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে। বৈঠকে অংশগ্রহণ করার পর উত্তরবঙ্গের প্রচারে নামব।'' তাঁকে শিলিগুড়ি নিয়ে মাথা ঠান্ডা করে কাজ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: পৃথিবীর শ্রেষ্ঠ তিন বীরের মধ্যে একজন, কে এই চিলা রায়? একাধিক ঘোষণা মমতার
এদিকে, আগামী পৌরসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পৌরসভায় দল বিরুদ্ধ কার্যকলাপের জন্য ২০ জনকে বহিষ্কার করল পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। বুধবার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন পৌর নির্বাচনের দুই জেলার কো-অর্ডিনেটর মানস রঞ্জন ভুঁইয়া ও অজিত মাইতি। তাঁরা জানান, মেদিনীপুর পৌরসভা নির্বাচনে দল প্রার্থী দেওয়া সত্বেও সেই ওয়ার্ডে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অন্য কাউকে প্রার্থী করার জন্য ১১ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী সৌরভ বিষোই, ১৩ নং ওয়ার্ডে এরশাদ আলী ১৪ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী অর্পিতা রায় নায়েক ও বিশ্বেশ্বর নায়েক ২০ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী সোমা মাইতি ও হিমাংশু মাইতি, ২০ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী অঞ্জলি চৌধুরী ও স্বপন চৌধুরী, ২১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অঞ্জনা রায়, ২১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী মানস দাস। এছাড়াও দলের বিরুদ্ধে প্রার্থী দেওয়ায় খড়্গপুরে ৫ জন, ক্ষীরপাইয়ে ১ জন, চন্দ্রকোনার ১ জন, রামজীবনপুরে ১ জন বহিষ্কার করল তৃণমূল।
আরও পড়ুন: হুড়হুড় করে ঢুকল গাড়িটি, আরোহীর শরীরে 'চিপ', অজিত ডোভালের বাড়িতে মারাত্মক কাণ্ড
এছাড়াও খড়্গপুর শহর তৃণমূল যুব সভাপতি অসিত পাল ও ক্ষীরপাইয়ের ৪ নং ওয়ার্ড তৃণমূল সভাপতি মনোজ হালদারকে পদ থেকে সরানো হলো। একই সাথে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস থেকে ৫ জনকে বহিষ্কার করা হলো বলে জানিয়ে দেওয়া হলো দলের পক্ষ থেকে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আশীষ হুদাইত।