পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম উত্তম রায়(২৬)। তিনি মালদহ শহরের ঝলঝলিয়া এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে দুইটি পাইপগান ও পাঁচ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, সামশি রেল স্টেশনের দিক থেকে একটি ব্যাগে করে এই যুবক বৃহস্পতিবার গভীর রাতে হেঁটে যাচ্ছিলেন। সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গুলি।
advertisement
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের অনুমান, ভিন রাজ্য থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসে জেলায় ছড়িয়ে দেওয়ার ছক ছিল। ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
সম্প্রতি আগ্নেয়াস্ত্র পাচার করার আগেই পাচারকারীকে গ্রেফতার করা হয় মুর্শিদাবাদে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলেছে সাফল্য। ধৃতের নাম সাবির হোসেন। বাড়ি বহড়ান এলাকায়। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র দেখে তাজ্জব বনে যায় খোদ পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে হরিহরপাড়ার সদানন্দপুর এলাকায় এক যুবক ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। বিষয়টি নজরে আসতেই হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে হানা দেয়। সন্দেহভাজন ওই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে একটি পিস্তল ও দু’রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়।
