TRENDING:

লরিতে আগুন, ঘুমের মধ্যে প্রাণ গেল খালাসির

Last Updated:

আগুন গায়ে লাগলেও তাতেও খালাসি ঘুম ভাঙেনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামপুর: লরিতে আচমকা আগুন লেগে পুড়ে মৃত্যু হল খালাসির।ঘটনাটি ইসলামপুর থানার মাদারিপুরে ৩১ নম্বর জাতীয় সড়কে।পুলিশের অনুমান ইঞ্জিনের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তাতেই খালাসির মৃত্যু হয়েছে।
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে,শিলিগুড়ি থেকে শঁশা লোড করে ইসলামপুরের দিকে আসছিল একটি হরিয়ানার লড়ি। খালাসি সুখবিন্দর সিং দুই রাত্রি গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। লরিটি ইসলামপুর থানার মাদারিপুরে আচমকাই আগুন লেগে যায়। আগুন দেখে এলাকার মানুষ এবং দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন। ভিতরে থাকা লড়ির খালাসিকে বিভিন্নভাবে বের করা চেষ্টা করা হলেও গভীর ঘুমে মগ্ন ছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো মণ্ডপে মৃৎশিল্প নিয়ে বার্তা! 'হারানো সুর' থিমে নজর কাড়ছে স্বরবর্ণের কালীপুজো
আরও দেখুন

আগুন গায়ে লাগলেও তাতেও খালাসি ঘুম ভাঙেনি। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়। দমকলবাহিনী ঘটনাস্থলে পৌছে মৃত্যদেহ গাড়ি থেকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে পাঠায়।দমকল বাহিনীর অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
লরিতে আগুন, ঘুমের মধ্যে প্রাণ গেল খালাসির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল