দমকল সূত্রে খবর, শর্টসার্কিট থেকেই লেগে থাকতে পারে আগুন। আগুনের জেরে পুড়ে ছাই হয়ে যায় কসমেটিকস্ সামগ্রী। পাশে দোকানে আগুন ছড়ানোর আগেই বিভিন্ন দোকান থেকে সামগ্রী বের করা হয়। পরপর বিভিন্ন দোকান থাকায় আগুন ছড়ালে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত বলে স্থানীয়রা জানান।
আরও পড়ুন: ঠান্ডা পানীয় খাইয়ে অচৈতন্য করে…ধ*র্ষণের অভিযোগ! কসবার পর এবার IIM জোকা, আটক দ্বিতীয় বর্ষের ছাত্র
advertisement
আরও পড়ুন: প্রস্রাবে কি তৈরি হচ্ছে ফেনা? খুব সাবধান, কী দশা হয়েছে কিডনির? শরীরে দানা বেঁধেছে কোন মারাত্মক রোগ
জাতীয় সড়কের ধারেই সাতসকালে আগুন লাগার ঘটনায় এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। বাগডোগরার হাঁসখোয়া এলাকায় জাতীয় সড়কের ধারে ওই অঞ্চলে রয়েছে আরও একাধিক দোকান। বাগডোগরা থানার পুলিশ ও মাটিগাড়া দমকল ও নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্বজিৎ মিশ্র