TRENDING:

Durga Puja 2025: কালচিনিতে এক টুকরো গুজরাত, ডাণ্ডিয়াতে মাতল ছেলেমেয়েরা, ছবিতে দেখুন

Last Updated:
নবরাত্রি উপলক্ষে চলছে দেবী আদিশক্তির আরাধনা। দেবীর পুজোর আনন্দ আরও বাড়িয়ে তুলতে কালচিনিতে আয়োজন করা হল ডাণ্ডিয়া নৃত‍্যের।
advertisement
1/5
কালচিনিতে এক টুকরো গুজরাত, ডাণ্ডিয়াতে মাতল ছেলেমেয়েরা, ছবিতে দেখুন
নবরাত্রি উপলক্ষে চলছে দেবী আদিশক্তির আরাধনা। দেবীর পুজোর আনন্দ আরও বাড়িয়ে তুলতে কালচিনিতে আয়োজন করা হল ডাণ্ডিয়া নৃত‍্যের। পাশাপাশি গরবা নৃত‍্য করলেন কিশোরী থেকে যুবতীরা। একটুকরো গুজরাত উঠে এল কালচিনি দুর্গা মন্দির প্রাঙ্গণে। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
নবরাত্রি উৎসব পালন হয় প্রথমা থেকেই। সাধারণত অবাঙালিরা বেশি এই পুজোর আয়োজন করে। তবে বর্তমানে বাঙালিদেরও দেখা যাচ্ছে নবরাত্রি পালন করতে। নয় দিন ধরে দেবীর নয় রূপের পুজো হয়। শুরু হয় দেবীর শৈলপুত্রী রূপের পুজো দিয়ে। শেষ হয় সিদ্ধিদাত্রীর পুজো করে।
advertisement
3/5
সপ্তম থেকে নবম দিনের মাঝে এই ডাণ্ডিয়া খেলার আয়োজন করা হয়। কালচিনি দুর্গা মন্দির পুজো কমিটির পক্ষ থেকে নবরাত্রি পুজোর আয়োজন হয়েছে। এলাকার মহিলা ব্রতীদের সকাল থেকে রাত অবদি দেখা যায় মণ্ডপে। ডাণ্ডিয়া খেলার আয়োজন করা হয় অষ্টমীর রাতে।
advertisement
4/5
এলাকার মহিলা, পুরুষেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের ফলে রঙিন হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ। পুজো কমিটির পক্ষ থেকে জানা যায়, মন্দির যখন থেকে প্রতিষ্ঠিত তখন থেকে নবরাত্রি পুজোর আয়োজন করা হচ্ছে। নয় দিন নিয়ম মেনে দেবীর নানা রূপের পুজো হয়।
advertisement
5/5
জানা যায়, দেবী দুর্গার সামনে ডাণ্ডিয়া রাস প্রদর্শন করা হয়। এই ডাণ্ডিয়া খেলায় ব্যবহার করা ডাণ্ডিয়া বা লাঠি যা দেবী দুর্গার তরোয়ালের প্রতিনিধিত্ব করে। নৃত্যটি গুজরাতের নবরাত্রির একটি গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি অন্যান্য শস্য সম্পর্কিত উৎসবের সঙ্গে জড়িত। (ছবি ও তথ্য: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Durga Puja 2025: কালচিনিতে এক টুকরো গুজরাত, ডাণ্ডিয়াতে মাতল ছেলেমেয়েরা, ছবিতে দেখুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল