দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যার ইতি হল দমকল বিভাগের। এখন থেকে ওলি-গলিতেও পৌছে যাবে দমকলের এই ইঞ্জিন। যার ফলে সহজেই আগুনের ওপর নিয়ন্ত্রন আনা যাবে। প্রয়োজন অনুসারে পরবর্তীতে বড়ো ইঞ্জিনের ব্যবস্থাও থাকবে। অগ্নিনির্বাপন কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, পুজোর মুখে উত্তরবঙ্গে মোট তিনটি MSWT ইঞ্জিন দেওয়া হয় বিভিন্ন জেলার দমকল কেন্দ্র গুলিকে। এর মধ্যে একটি ইঞ্জিন আলিপুরদুয়ার শহরে রয়েছে। বাকী দুটির একটি জলপাইগুড়ি ও একটি কোচবিহারে রাখা হয়েছে। এই ইঞ্জিন প্রত্যেকটিই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরী করা হয়েছে । ইঞ্জিনেই রয়েছে একটি হাইড্রোলিক ল্যাডার। এছাড়াও এই ইঞ্জিনের হর্সপাওয়ার যথেষ্টই বেশী।
advertisement
জলপাইগুড়ি জেলার ডিভিশন্যাল অফিসার আশিষ পুততুন্ড জানান, “আমরা দমকল বিভাগের সার্বিক উন্নয়নে বিশ্বাস করি। সেই লক্ষ্যে ইতিমধ্যে তিনটি জেলায় অত্যাধুনিক MSWT ইঞ্জিন আনা হয়েছে। গাড়িটি দেখতে ছোট হলেও এর ক্ষমতা যথেষ্টই বেশী। প্রায় একঘন্টা আগুনের সাথে এই ইঞ্জিন মোকাবিলা করতে পারবে। আগামী দিনে জেলার প্রতিটি দমকল কেন্দ্রে এই ইঞ্জিন পাঠানো হবে”।