জানা গিয়েছে, মৃতের ছোট ছেলে বিবেক শেখের সঙ্গে পাড়ায় ক্যারাম খেলা নিয়ে কয়েকজনের বিবাদ হয়। সেই সময় প্রথমে ছেলে ও পরে বাবাকে পেটানো হয়। যদিও ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।পরিবারের দাবি, ঘটনার সময় বাড়িতেই ছিলেন টুসি সেখ। আচমকা জানতে পারেন, গ্রামে ক্যারাম খেলার আসরে ছেলের সঙ্গে বিবাদ বেঁধেছে যুবকদের। এলাকায় গিয়ে দেখেন ছেলেকে মারধর দিয়ে রক্তাক্ত করা হয়েছে। সেই সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে যান বাবা। দুষ্কৃতীরা তাঁকেও রেহাই দেননি। প্রথমে ধাক্কাধাক্কি পরে রাস্তায় ফেলে চলে বেধড়ক মারধর বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়ে পড়েন বাবা টুসি সেখ। তাঁর শরীরে একাধিক জায়গায় চোট, আঘাত লাগে। অবস্থা আশঙ্কাজনক বুঝে অভিযুক্তরা চম্পট দেয়। এরপর স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। যদিও তাঁকে আর বাঁচানো যায়নি। ঘটনার খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়।
advertisement
আরও পড়ুন : ফের গ্যাসের ভর্তুকির নামে প্রতারণা! তিন অ্যাকাউন্ট থেকে মোট উধাও সাড়ে ৪ লাখ
আরও পড়ুন : আম্বানি পরিবারে বিয়ের সানাই, ছোট ছেলে অনন্তর সঙ্গে রাধিকার বাগদান
গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন, শীতের মরশুমে বেশকিছু দিন ধরেই গ্রামে ক্যারাম খেলার আসর বসে। সেখানেই বচসা, কাটাকাটি থেকে শুরু হয়ে যায় গন্ডগোল। প্রায় ৫-৬ জন যুবক হামলা চালায় বলেও অভিযোগ।পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজ চলছে। খুনের ঘটনায় পুলিশের তরফে মামলা রুজু করা হয়েছে।মৃতের পরিবারের দাবি, কী কারনে ক্যারাম খেলার আসরে গোলমাল বাঁধল তা স্পষ্ট নয়। তবে যারাই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পরিবার।