রবিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা ওই পাঁচ পরিযায়ী শ্রমিকের অভিযোগের ভিত্তিতে আকাশ সাহাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই 'ব্যক্তিগত' নিরাপত্তারক্ষী সঙ্গে নিয়ে ঘুরছিল ওই যুবক। পুলিশ পরিচয় দিয়ে চলছিল তোলাবাজিও। ধরা পড়ার পর নিজেকে নেতা বলেও পরিচয় দেয় ওই যুবক। আগেও নিজেকে পুলিশ পরিচয় দিয়ে একাধিক পুলিশ আধিকারিকের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করে। ছিনতাইয়ের অভিযোগে ধরা পড়ার পর পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে ওই যুবকের বিরুদ্ধে আগেও বেশ কিছু অপরাধের অভিযোগ রয়েছে। সরকারি আধিকারিককে অপহরণ-সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
advertisement
ঘটনার পর থেকেই ওই যুবকের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃত যুবক নিজেকে ইংরেজবাজার থানার ইন্সপেক্টর বলে পরিচয় দিয়েছিল বলে অভিযোগ। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।