TRENDING:

Fake Police Arrested: ছিনতাই করতে গিয়ে বিপত্তি, এবার বাংলায় পুলিশের জালে 'ভুয়ো' পুলিশ!

Last Updated:

পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করেই বিপত্তি! মালদহে ভুয়ো পুলিশ আধিকারিক গ্রেফতার (Fake Police Arrested)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করেই বিপত্তি! মালদহে ভুয়ো পুলিশ আধিকারিক গ্রেফতার (Fake Police Arrested)। অভিযুক্তের নাম আকাশ সাহা। আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মালদহ টাউন স্টেশনের কাছে ঝলঝলিয়া এলাকায় পাঁচ পরিযায়ী শ্রমিকের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করেছিল অভিযুক্ত আকাশ সাহা।
advertisement

রবিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা ওই পাঁচ পরিযায়ী শ্রমিকের অভিযোগের ভিত্তিতে আকাশ সাহাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই 'ব্যক্তিগত' নিরাপত্তারক্ষী সঙ্গে নিয়ে ঘুরছিল ওই যুবক। পুলিশ পরিচয় দিয়ে চলছিল তোলাবাজিও। ধরা পড়ার পর নিজেকে নেতা বলেও পরিচয় দেয় ওই যুবক। আগেও নিজেকে পুলিশ পরিচয় দিয়ে একাধিক পুলিশ আধিকারিকের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করে। ছিনতাইয়ের অভিযোগে ধরা পড়ার পর পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে ওই যুবকের বিরুদ্ধে আগেও বেশ কিছু অপরাধের অভিযোগ রয়েছে। সরকারি আধিকারিককে অপহরণ-সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঘটনার পর থেকেই ওই যুবকের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃত যুবক নিজেকে ইংরেজবাজার থানার ইন্সপেক্টর বলে পরিচয় দিয়েছিল বলে অভিযোগ। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fake Police Arrested: ছিনতাই করতে গিয়ে বিপত্তি, এবার বাংলায় পুলিশের জালে 'ভুয়ো' পুলিশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল