TRENDING:

Fake Money: হাজার হাজার টাকার জাল নোট...! গোপন সূত্রের খবরে কুকীর্তি ফাঁস! হাতেনাতে ধরা পড়ল ২ যুবক, ফেরার আরও এক

Last Updated:

Fake Money: বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটার নাজিরহাট হাসপাতাল মোড়ে ৪০ হাজার টাকা জাল নোট-সহ দুই যুবক গ্রেফতার। শনিবার রাতে সাহেবগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে এদের।সাহেবগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চালায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিনহাটা : বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটার নাজিরহাট হাসপাতাল মোড়ে ৪০ হাজার টাকা জাল নোট-সহ দুই যুবক গ্রেফতার। শনিবার রাতে সাহেবগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে এদের।সাহেবগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চালায়।
জাল নোট-সহ দুই যুবক গ্রেফতার
জাল নোট-সহ দুই যুবক গ্রেফতার
advertisement

পুলিশ সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় তিন যুবক একটি বাইক নিয়ে নাজিরহাট হাসপাতাল মোড় দিয়ে যাচ্ছিল। পুলিশের গাড়ি দেখামাত্র বাইক থেকে নেমে দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে, অপরজন বাইক নিয়ে ভিন্ন পথে পালাতে গেলে পুলিশ তাকে আটক করে।

আরও পড়ুন: ফুটফুটে হয়ে যাবে মুখ…! গরমে রাতে ঘুমোনোর আগে ‘দুই’ জিনিস লাগান ‘এইভাবে’, সকালেই দেখুন তফাৎ!

advertisement

আরও পড়ুন: ‘আপনি এই Coach-এ কেন…?’ আচমকা উঠে দাঁড়ালেন লোকটি! তারপরেই দুমদাম একের পর এক, ‘২৯ সেকেন্ডে’ যা ঘটল, ঘাম ছুটল তরুণীর!

দৌড়ে পালানো যুবকদের মধ্যে একজনকে পুলিশ ধরে ফেলতে সক্ষম হয়। পরে বাইক তল্লাশি করে ৫০০ টাকার ৮০টি জাল নোট (মোট ৪০ হাজার টাকা) উদ্ধার করা হয়। গ্রেফতার দুই যুবকের নাম মোস্তাফিজুল আলি (২১) ও জাকির হোসেন (২৮)। এরা তুফানগঞ্জ কৃষ্ণপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ ধৃতদের কাছ থেকে পালিয়ে যাওয়া তৃতীয় যুবকের নামও জানতে পারে। জানা গিয়েছে তার নাম বিকাশ বর্মন।

advertisement

আরও পড়ুন: XL, XXL, XS…! জামার সাইজের এই ‘X’ শব্দের মানে কী বলুন তো? অনেকেই জানেন সম্পূর্ণ ‘ভুল’, আপনি?

বর্তমানে ফের জায়গায় জায়গায় ধরা পড়ছে জাল নোটের হদিস। বার বার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফ থেকে এই বিষয়ে সতর্কতা জারি করা হচ্ছে। জাল নোট নিয়ে সতর্কতার মধ্যেই সীমান্ত লাগোয়া দিনহাটায় একসঙ্গে এত বিপুল পরিমান জাল নোটের উদ্ধার নেপথ্যে বড়সড় চক্রের হাত থাকার ইঙ্গিত করছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

শুভঙ্কর সাহা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fake Money: হাজার হাজার টাকার জাল নোট...! গোপন সূত্রের খবরে কুকীর্তি ফাঁস! হাতেনাতে ধরা পড়ল ২ যুবক, ফেরার আরও এক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল