TRENDING:

কারখানায় হঠাৎ হানা দিল...! বাইরে শ্রমিকদের ভিড়, ভিতরে কী চলছে? গাজোলে শোরগোল

Last Updated:

Factory Raid in Malda: কারখানার কর্মীদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, খবর পেয়ে এলাকায় যায় গাজোল থানার পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, গোপাল সূত্রধরঃ স্টার্চ ফ্যাক্টরিতে কেন্দ্রীয় এজেন্সির হানা। মালদহের গাজোলের ওই বেসরকারি কারখানায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। কারখানার কর্মীদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। খবর পেয়ে এলাকায় যায় গাজোল থানার পুলিশ।
মালদহের স্টার্চ ফ্যাক্টরিতে কেন্দ্রীয় এজেন্সির হানা
মালদহের স্টার্চ ফ্যাক্টরিতে কেন্দ্রীয় এজেন্সির হানা
advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মালদহের ওই বেসরকারি কারখানায় আয়কর দফতরের অভিযান চলছে। যদিও কর্মীদের একাংশের মতে ইডি-র অভিযান হয়েছে। মালদহের গাজোলের পান্ডুয়া অঞ্চলের গোলঘর এলাকায় অবস্থিত এই বেসরকারি কারখানা। এখানে ভুট্টা দিয়ে রকমারি সামগ্রী তৈরি হয়।

আরও পড়ুনঃ জঙ্গলমহলের মহিলাদের চাপড়া ষষ্ঠী পালন! এই ব্রত কেন করা হয়? আজও অনেকে জানেন না সেই কারণ

advertisement

বর্তমানে ৪০০-রও বেশি শ্রমিক এই ফ্যাক্টরিতে কাজ করেন। ২০১১ সাল নাগাদ এই কারখানা তৈরি হয়েছিল। মাঝে ২০১৭-১৮ সাল নাগাদ মালিকানা বদল হয়। আচমকা এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কারখানার বাইরে ভিড় করেছেন প্রচুর শ্রমিক। যদিও কারখানা কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন মালদহের গাজোলের পান্ডুয়া অঞ্চলের গোলঘর এলাকার এই স্টার্চ ফ্যাক্টরিতে কেন্দ্রীয় এজেন্সি হানা দেয়। মোতায়েন করা আছে কেন্দ্রীয় বাহিনী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আয়কর দফতরের অভিযান চলছে। যদিও কর্মীদের একাংশের মতে, ইডি হানা দিয়েছে। খবর পেয়ে এলাকায় হাজির হয়েছে গাজোল থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কারখানায় হঠাৎ হানা দিল...! বাইরে শ্রমিকদের ভিড়, ভিতরে কী চলছে? গাজোলে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল