TRENDING:

বানারহাটের রাস্তায় উদ্ধার বিরল প্রজাতির তক্ষক !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বানারহাট: রাস্তা থেকে উদ্ধার হল বিরল প্রজাতির তক্ষক। সেটিকে উদ্ধার করে বানারহাট থানার পুলিশ। রবিবার থানার বাইরে এই তক্ষকটিকে পরে থাকতে দেখতে পান পুলিশকর্মীরা। তৎক্ষণাৎ সেটিকে একটি কাপড়ের সাহায্যে বক্স বন্দি করেন তাঁরা।
advertisement

এরপরে থানার তরফে খবর দেওয়া হয় জলপাইগুড়ির অনারারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরীকে। খবর পেয়ে বানারহাট রেঞ্জের বনকর্মীরা বানারহাট থানাতে পৌঁছন, সেখানে বানারহাট থানার আইসি বিপুল সিনহা সীমা চৌধুরীর উপস্থিতিতে তক্ষকটিকে বন ও কর্মীদের হাতে তুলে দেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

এই তক্ষক মূলত নেপাল হয়ে চিনে পাচার করে থাকেন পাচারকারীরা। টাকার লোভে আন্তর্জাতিক বাজার মূল্য অনেক। তাই চোরাকারবারীদের হাতে তক্ষকটি পড়লে সেটি পাচার হয়ে যেতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন বন ও কর্মীরা। পুলিশের এই সক্রিয় ভূমিকায় খুশি বন আধিকারিক ধন্যবাদ জানিয়েছেন থানার পুলিশ আধিকারিকদের।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বানারহাটের রাস্তায় উদ্ধার বিরল প্রজাতির তক্ষক !