আরও পড়ুন: নন্টেফন্টে-হাঁদাভোদা-বাঁটুলকে রেখে চলে গেলেন স্রষ্টা, প্রয়াত নারায়ণ দেবনাথ
ডারাগাও গ্রামের পাশালহম ডুকপা জেলা সদর হাসপাতালে নিরাপদে সন্তানের জন্ম দিয়েছেন। বক্সা পাহাড়ের ১১ টি গ্রামে কোনও রাস্তা নেই। পাহাড়ি পথে একমাত্র ভরসা পায়ে হাঁটা। আগে বাঁশের মাচায় রোগী ঝুলিয়ে কাঁধে করে নামানো হত সমতলের হাসপাতালে। পরিস্থিতি এমনই খারাপ হয়ে যেত যে কখনও কখনও প্রাণসংশয় হওয়ারও আশঙ্কা দেখা দিচ্ছিল। এমন পরিস্থিতিতেই পালকি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়।
advertisement
আরও পড়ুন: পর পর ২ দিন কমল দৈনিক সংক্রমণ, তবে আশঙ্কা ওমিক্রনের! জানুন দেশের করোনা আপডেট
পালকি অ্যাম্বুল্যান্স চালু করে প্রশাসন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। পালকি অ্যাম্বুল্যান্সের সফলতায় খুশি জেলা প্রশাসন। আরও ৮ টি পালকি অ্যাম্বুল্যান্স নতুন করে দেওয়ার ঘোষণা করেছে জেলা প্রশাসন। বক্সা পাহাড়ের ১১ টি গ্রামের জন্য রাখা হবে নতুন আট পালকি অ্যাম্বুল্যান্স। এই ১১ টি গ্রামেই মূলত ডুকপা সম্প্রদায়ের লোকেরা বাস করেন। প্রায় ৫ হাজার মানুষের বাস পাহাড়ি এই ১১ গ্রামে।
রাজকুমার কর্মকার