একে একে সকলে এসে মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানান। হিমালয়ান নেচার এণ্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের (ন্যাফ) উদ্যোগে দিনটি পালিত হয়। রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবও ফুল দিয়ে পড়িয়ে শ্রদ্ধার্ঘ্য জানান। পরে তিনি স্মৃতিচারণ করেন। বিভিন্ন বয়সের পর্বাতোরোহী থেকে পরিবেশপ্রেমীরা শ্রদ্ধার্ঘ জানান। ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু বলেন, আজকের দিনটি অত্যন্ত গর্বের। পাহাড় চূড়া জয়ের পথ দেখানোর দিন। কিন্তু এবারে কোনো বিশেষ অনুষ্ঠান করা গেল না। করোনা কাঁটায় বিকেলে আলোচনা সভাও বাতিল করা হয়। ছিল না মঞ্চও।
advertisement
পরে ন্যাফের অফিসেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগৃহীত রক্ত দেওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। কেননা এই সময়ে প্রতিটি হাসপাতালই রক্তের সংকটে ভুগছে। সে কথা মাথায় রেখেই এই উদ্যোগ। দার্জিলিংয়েও দিনটিকে স্মরণীয় করে রাখতে এইচ এম আইয়ের উদ্যোগে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। নয়ের দশক থেকে এভারেস্ট জয় করার হিড়িক পড়ে যায়। বিদেশীদের পাশাপাশি প্রচুর বাঙালি পর্বতারোহী শৃঙ্গ জয় করেন।