ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশ অনুযায়ী, ১৯ নম্বর ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রটি শিলিগুড়ি পুরনিগমের ৩১ থেকে ৪৪ নম্বর ওয়ার্ড ও ডাবগ্রাম-১, ডাবগ্রাম-২, ফুলবাড়ি-১ ও ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতগুলি রাজগঞ্জ সিডি ব্লকের অন্তর্গত। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রটি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের (তফসিলি জাতি) অন্তর্গত।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব জয়ী হয়েছিলেন৷ তিনি পেয়েছিলেন ১০৫,৭৬৯৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী দিলীপ সিং। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৮১,৯৫৮৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব সিপিএম প্রার্থী দিলীপ সিংকে ২৩,৮১১ ভোটে হায়িছিলেন। ২০১১ সালের নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের হয়ে গৌতম দেবই সিপিআইএমের দিলীপ সিংকে পরাজিত করেছিলেন। কিন্তু এবার তা হল না। দীর্ঘদিনের কেন্দ্র থেকে হেরে গেলেন গৌতম।
advertisement
অপরদিকে, সুজাতাকে আরামবাগের প্রার্থী করার পর ওই কেন্দ্র জিততে আশায় ছিল তৃণমূল। প্রচার পর্বে দুরন্ত ছন্দেও ছিলেন তিনি। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল, আরামবাগে পরাজিত তৃণমূলের সুজাতা মণ্ডল। ৭ হাজার ৬৩৭ ভোটে জয়ী বিজেপি প্রার্থী মধুসূদন বাগ।