সকাল থেকে খোস মেজাজে রাজা, হিলারি, সূর্য, আমনারা। বছরের এই একটা দিন সব ধরনের কাজ থেকে তাদের ছুটি। তাদের ঘিরেই যত আমোদ-আহ্লাদ মাহুত বস্তিতে। এদিন তারাই সব কিছুর মধ্যমণি। বিশ্বকর্মা পুজোর দিন দেবতা রূপে পূজিত হয় ডুয়ার্সের কুনকি হাতিরা।
রবিবার হাতি পুজো ঘিরে উৎসববের আমেজ জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যানে। সকাল সকাল কুনকি হাতিদের নদীতে নিয়ে গিয়ে ভাল করে স্নান করান মাহুতরা। এরপর খড়ি মাটি দিয়ে আলপনা এঁকে সাজানো হয় তাদের।
advertisement
অন্যদিন ফলের সঙ্গে চাল কলা বরাদ্দ হলেও, স্পেশাল দিনের জন্য থাকে স্পেশাল মেনু। আপেল, কলাসহ নানারকমের ফলের পাশাপাশি থাকে খিচুড়ি ভোগ।
প্রতি বছরের মত এবছরও রীতি মেনেই পুজো হয় কুনকি হাতিদের। ডুয়ার্সের হাতি পুজো দেখতে সকাল থেকেই ভিড় করেন পর্যটকরা।
বর্ষায় বন্ধ থাকার পর ১৬ সেপ্টম্বর থেকে খুলে গেছে জঙ্গল। ইতিমধ্যে জঙ্গলে যাচ্ছেন পর্যটকরা। মরশুমের শুরুতেই রবিবার হাতি পুজো ঘিরে ডুয়ার্সবাসীর সঙ্গেই আনন্দ উৎসবে মাতলেন পর্যটকরা।