প্রায় আধ ঘন্টার চেষ্টায় হাতিটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয় বন দফতর। শীতের মরশুম শুরু হতেই হাতির আতঙ্ক বাড়ছে লোকালয়ে। এই অবস্থায় হাতি রুখতে নজরদারি বৃদ্ধি করেছে বন দফতর। রাখা হয়েছে কিউআরটি টিম। একইসঙ্গে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই খড়িবাড়ি ও সংলগ্ন গ্রামগুলিতে হাতির আনাগোনা বেড়েছে। বিশেষ করে রাতের দিকে একাধিকবার শোনা যাচ্ছে হাতির চিৎকার। হাতির দলের উপস্থিতি অনেক সময় টের পাচ্ছেন তারা। এতে গ্রামবাসীরা আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন। কিন্তু ধান কাটার মরশুমে ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও বাড়ছে গজরাজের আনাগোনায়।
আরও পড়ুন : চরম ব্যস্ততা, হাতের পাশাপাশি মাটির প্রদীপ তৈরি হচ্ছে মেশিনেও! এলইডির যুগে আবেগ লাভ এনে দিচ্ছে শিল্পীদের
তবে অনেকেই মনে করছেন, জঙ্গলে খাদ্যাভাবের কারণে হাতিরা লোকালয়ের দিকে নামছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বনকর্মীরা নিয়মিত টহল দিচ্ছেন। পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে কিউআরটি টিমকে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির ওপর নজরে রাখছে বন দফতর।