TRENDING:

রাতের অন্ধকারে গজরাজের দাপট! খড়িবাড়ি লোকালয়ে হাতির হানা, ধানের জমি নিয়ে তোলপাড়

Last Updated:

Elephant : রাতের অন্ধকারে লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে গজরাজ! খড়িবাড়ির পানিট্যাঙ্কি লাগোয়া বিভিন্ন এলাকায় গজরাজের দাপট। ধান কাচার মরশুমে আতহ্ক এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ মিশ্র, খড়িবাড়ি: রাতের অন্ধকারে লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে গজরাজ! খড়িবাড়ির পানিট্যাঙ্কি লাগোয়া গন্ডগোল জোত, মঞ্জয় জোত, দুলালজোত এলাকায় গজরাজের দাপট। পাশ্ববর্তী টুকরিয়াঝাড় জঙ্গল থেকে বেরিয়ে সোজা লোকালয়! গ্ৰামে হাতি দেখতে পেয়েই আতঙ্ক সৃষ্টি হয়। ধানের জমিতে রসদ সংগ্রহ করতেই খবর পেয়ে ছুটে আসে টুকরিয়াঝাড় বনদফতরের কর্মীরা।
ধানের জমিতে হাতি
ধানের জমিতে হাতি
advertisement

প্রায় আধ ঘন্টার চেষ্টায় হাতিটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয় বন দফতর। শীতের মরশুম শুরু হতেই হাতির আতঙ্ক বাড়ছে লোকালয়ে। এই অবস্থায় হাতি রুখতে নজরদারি বৃদ্ধি করেছে বন দফতর। রাখা হয়েছে কিউআরটি টিম। একইসঙ্গে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।

আরও পড়ুন : কালো প্লাস্টিকের টব অতীত! এবার গাছ বড় করুন ‘এই’ উপায়ে! যেমন পরিবেশবান্ধব, তেমনই খরচ কম! পথ দেখাচ্ছে নদিয়ার কলেজ

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই খড়িবাড়ি ও সংলগ্ন গ্রামগুলিতে হাতির আনাগোনা বেড়েছে। বিশেষ করে রাতের দিকে একাধিকবার শোনা যাচ্ছে হাতির চিৎকার। হাতির দলের উপস্থিতি অনেক সময় টের পাচ্ছেন তারা। এতে গ্রামবাসীরা আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন। কিন্তু ধান কাটার মরশুমে ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও বাড়ছে গজরাজের আনাগোনায়।

আরও পড়ুন : চরম ব্যস্ততা, হাতের পাশাপাশি মাটির প্রদীপ তৈরি হচ্ছে মেশিনেও! এলইডির যুগে আবেগ লাভ এনে দিচ্ছে শিল্পীদের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জিভে জল আনা ১ নম্বর স্ন্যাক্সস 'কটকটি'! কয়েক মিনিটেই এইভাবে বানিয়ে ফেলুন বাড়িতে, রইল রেসিপ
আরও দেখুন

তবে অনেকেই মনে করছেন, জঙ্গলে খাদ্যাভাবের কারণে হাতিরা লোকালয়ের দিকে নামছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বনকর্মীরা নিয়মিত টহল দিচ্ছেন। পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে কিউআরটি টিমকে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির ওপর নজরে রাখছে বন দফতর।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রাতের অন্ধকারে গজরাজের দাপট! খড়িবাড়ি লোকালয়ে হাতির হানা, ধানের জমি নিয়ে তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল