TRENDING:

Elephant Attack: রাতের অন্ধকারে গজরাজের হানা! ধান ক্ষেতে ঢুকে পড়ল দলছুট বুনো হাতি, চরম আতঙ্ক এলাকায়

Last Updated:

Elephant Attack: গ্রামে হাতি ঢুকেছে টের পেয়ে স্থানীয় বাসিন্দারা টর্চ লাইট, পটকাবাজি নিয়ে সেই হাতিকে তাড়াতে সচেষ্ট হয়। সেই সঙ্গেই বন দফতরকে খবর দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাটিয়ালি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ গ্রামের ধান ক্ষেতে দলছুট বুনো হাতির হামলা। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। জলপাইগুড়ির মাটিয়ালি ব্লকের উত্তর ধুপঝোরা বর্ণবস্তি এলাকায় ঘটনাটি ঘটেছে।
ধান ক্ষেতে হাতি
ধান ক্ষেতে হাতি
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাতের অন্ধকারে পার্শ্ববর্তী পান ঝোরা জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি গ্রামে ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দারা টের পেয়ে টর্চ লাইট, পটকাবাজি নিয়ে সেই হাতিকে তাড়াতে সচেষ্ট হয়। সেই সঙ্গেই বন দফতরকে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ একদিন নয়, এনজেপি পর্যন্ত ৩ দিন চলুক হামসফর এক্সপ্রেস…! রেলমন্ত্রীকে প্রস্তার সাংসদের, অনুমতি মিলবে?

advertisement

খবর পাওয়া মাত্রই বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা এসে গ্রামবাসীদের দীর্ঘ প্রচেষ্টার পর সেই হাতিটিকে ফের জঙ্গলে ফেরত পাঠানো হয়। এদিকে বারবার হাতির হামলার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

প্রসঙ্গত, কৃষিজমিতে হাতির হানা কিংবা লোকালয়ে গজরাজের চলে আসার ঘটনা এই প্রথম নয়। অতীতেও এই ধরণের ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, জমিতে ধান পাকতে শুরু করতেই পাল্লা দিয়ে হাতির হানা বেড়েছে। এবার যেমন মাটিয়ালি ব্লকের উত্তর ধুপঝোরা বর্ণবস্তি এলাকায় দলছুট বুনো হাতি হানা দিল। বন দফতরের কর্মী ও গ্রামবাসীদের দীর্ঘ প্রচেষ্টা শেষে হাতিটি ফের জঙ্গলে ফিরলেও এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant Attack: রাতের অন্ধকারে গজরাজের হানা! ধান ক্ষেতে ঢুকে পড়ল দলছুট বুনো হাতি, চরম আতঙ্ক এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল