TRENDING:

Malda News: খাটিয়াই যেন অ্যাম্বুল্যান্স! কেউ অসুস্থ হলেই আকাশ ভেঙে পড়ে, এ কী অবস্থা মালদহে

Last Updated:

রাজ্যের একাধিক প্রকল্পের সুযোগ সুবিধায় সেজেছে গ্রাম থেকে শহর। তবে আজও মালদহের হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর গ্রাম যেন সরকারের তালিকার বাইরে। নেই কোনও সচল পাকা রাস্তা নেই কোনরকম সুযোগ সুবিধা। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত মালদহের এই গ্রাম এমনটাই অভিযোগ গ্রামবাসীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: এতদিন কেউ আসেনি রাস্তার হাল হকিকত জানতে। সামাজিক মাধ্যমে ভিডিও ছড়ানোর পরই অনেকে আসছেন পরিস্থিতি দেখতে। আশ্বাস দিচ্ছেন রাস্তার সংস্কার করার। তবে আশ্বাস‌ই সার। প্রকৃতভাবে কাজ হয় না কোনওরকম, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। অ্যাম্বুল্যান্স তো দূরের কথা, তিন চাকা রিকশা ভ্যান‌ও প্রবেশ করে না গ্রামে। কেউ অসুস্থ হলে কাঁধের উপর খাটিয়াই ভরসা। এমন অবস্থায় এক ডায়রিয়া রোগে আক্রান্ত অসুস্থ রোগীকে কাঁধে করে খাটিয়ায় নিয়ে যাওয়ার চিত্রে সামাজিক মাধ্যমে ছড়ানোর পর নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে।
advertisement

গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সমস্ত জায়গায় জানিয়েও হয়নি কোনও কাজ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে রাস্তা। সামান্য ছিটেফোঁটা বৃষ্টির জলেই অচল হয়ে পড়ে রাস্তা। প্রায় দুই কিলোমিটার বেহাল কাদামাটি রাস্তায় পায়ে হেঁটে যাওয়াও দায় হয়ে দাঁড়ায় গ্রামবাসীদের।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরই মধ্যে এবারে মালদহের হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রামে খাটিয়ায় করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার চিত্র সামাজিক মাধ্যমে ছড়ানোর পর শোরগোল পড়েছে জেলায়। আদিবাসী অধ্যুষিত এই গ্রামে নেই কোনও সচল পাকা রাস্তা। গ্রামের কেউ অসুস্থ হলে খাটিয়াই ভরসা হয় তাদের। খাটিয়ায় করে নিয়ে যাওয়ার এমন এক ভিডিও সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে জেলা জুড়ে। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাণ্ডব সিংহ জানান, গ্রাম পঞ্চায়েতের পক্ষে দুই কিলোমিটার রাস্তা এখনই সংস্কার করা‌ সম্ভব নয়। রাস্তাটি পথশ্রী প্রকল্পের মাধ্যমে করার জন্য আবেদন করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে যেন দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: খাটিয়াই যেন অ্যাম্বুল্যান্স! কেউ অসুস্থ হলেই আকাশ ভেঙে পড়ে, এ কী অবস্থা মালদহে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল