গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সমস্ত জায়গায় জানিয়েও হয়নি কোনও কাজ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে রাস্তা। সামান্য ছিটেফোঁটা বৃষ্টির জলেই অচল হয়ে পড়ে রাস্তা। প্রায় দুই কিলোমিটার বেহাল কাদামাটি রাস্তায় পায়ে হেঁটে যাওয়াও দায় হয়ে দাঁড়ায় গ্রামবাসীদের।
এরই মধ্যে এবারে মালদহের হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রামে খাটিয়ায় করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার চিত্র সামাজিক মাধ্যমে ছড়ানোর পর শোরগোল পড়েছে জেলায়। আদিবাসী অধ্যুষিত এই গ্রামে নেই কোনও সচল পাকা রাস্তা। গ্রামের কেউ অসুস্থ হলে খাটিয়াই ভরসা হয় তাদের। খাটিয়ায় করে নিয়ে যাওয়ার এমন এক ভিডিও সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে জেলা জুড়ে। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাণ্ডব সিংহ জানান, গ্রাম পঞ্চায়েতের পক্ষে দুই কিলোমিটার রাস্তা এখনই সংস্কার করা সম্ভব নয়। রাস্তাটি পথশ্রী প্রকল্পের মাধ্যমে করার জন্য আবেদন করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে যেন দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক।
advertisement