আরও পড়ুন: পাক ভূখণ্ডে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনারা, প্রকাশ্যে এল ভয়ঙ্কর সেই অভিযানের ভিডিও
মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন জেলা পেয়েছে কালিম্পং। জেলার অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়নে বদ্ধপরিকর রাজ্য সরকার। বিভিন্নভাবে এলাকায় কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সাবলম্বী করতে খোলা হয়েছে হরিণঘাটা মিট কাউন্টার। কালিম্পঙের এক নম্বর ব্লকে প্রাণিসম্পদ বিকাশ দফতরের তরফে এই আউটলেট তৈরি হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিক্রি করছেন চিকেন, মাটন, পর্ক। হরিণঘাটার ফার্ম থেকে প্রসেসড মাংস প্যাকেটে করে আউটলেটে আনা হচ্ছে। বাজারের থেকে কম দামে কিনতে পারছেন স্থানীয়রা।
advertisement
আরও পড়ুন: SBI: এই ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হবে না ন্যূনতম ব্যালেন্স
হরিণঘাটার এই মাংসের আউটলেট ভালই ব্যবসা করছে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা খুশি। ক্রেতারাও সন্তুষ্ট।
আরও পড়ুন: চাকুরিপ্রার্থীদের জন্য সুখবর! হাইস্কুলে শিক্ষক পদে আবেদনের জন্য বাড়ানো হল শেষ তারিখ
কালিম্পং ১ নম্বর ব্লক ছাড়াও অন্য ব্লকেও হরিণঘাটার মাংসের আউটলেট খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও বলছেন, অন্য জায়গায় আউটলেট খোলা হলে লাভবান হবেন তাঁরা। সেই লক্ষ্যেই এগোচ্ছে রাজ্য। নতুন জেলার উন্নয়নে সমস্ত সহায়তার হাত বাড়িয়েছে এই সরকার।