চাকুরিপ্রার্থীদের জন্য সুখবর! হাইস্কুলে শিক্ষক পদে আবেদনের জন্য বাড়ানো হল শেষ তারিখ

Last Updated:
#ভোপাল: চাকুরিপ্রার্থীদের জন্য সুখবর! এমপি প্রোফেশনাল এক্সামিনেশন বোর্ড সম্প্রতি মধ্যাপ্রদেশের হাইস্কুল শিক্ষকের পদে নিয়োগের আবেদনের নির্দেশিকা জারি করেছে ৷ মোট ১৭ হাজার পদে নিয়োগ করা হবে ৷ এই পদে আবেদনের শেষ তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড ৷ প্রথমে এই পদে আবেদনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল ৷ কিন্তু এখন তা বাড়িয়ে ৫ অক্টোবর করা হয়েছে ৷
যোগ্যতা: হাইস্কুলের শিক্ষক পদে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট বিষয়ে পোস্ট গ্রেজুয়েশনে সেকেন্ড ডিভিশন ডিগ্রি থাকতে হবে ৷ এর পাশপাশি বিএড ডিগ্রি থাকতে হবে ৷
advertisement
বয়স: আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ৷ এছাড়া সংরক্ষিত আসনের জন্য বয়সের ছাড় রয়েছে ৷
advertisement
আবদেন জমা দেওয়ার চার্জ: জেনারেল প্রার্থীদের আবেদন জন্য ৫০০ টাকা জমা দিতে হবে ৷ অন্যদিকে এসসি, এসটি ও ওবিসি-দের ক্ষেত্রে আবেদনের ফি ২৫০ টাকা ৷
বেতন: সফল প্রার্থীদের চাকরিতে যোগ দেওয়ার পর বেতন হিসেবে ৩৬,২০০ টাকা দেওয়া হবে ৷ এছাড়া আরও অ্যালাউন্স রয়েছে ৷
advertisement
কী করে অ্যাপ্লাই করবেন ? অফিশিয়াল ওয়েবসাইট http://peb.mp.gov.in গিয়ে নির্দেশিকা পড়ে সেই নিয়ম অনুযায়ী আবেদন জমা দিন ৷
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন জমা নেওয়া শুরু হয়েছে- ১১ সেপ্টেম্বর ২০১৮
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ- ৫ অক্টোবর ২০১৮
advertisement
পরীক্ষার দিন- ২৯ ডিসেম্বর ২০১৮
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চাকুরিপ্রার্থীদের জন্য সুখবর! হাইস্কুলে শিক্ষক পদে আবেদনের জন্য বাড়ানো হল শেষ তারিখ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement