ভেঙে পড়ছে চাঙড়, বিপজ্জনক অবস্থা গুরুত্বপূর্ণ এই সেতুর, যে কোন মুহূর্তে পড়তে পারে ভেঙে
Last Updated:
#পূর্ব মেদিনীপুর: বিপজ্জনক অবস্থা মেছেদার গুরুত্বপূর্ণ রেল সেতুর। দুর্বল সেতুতে শাল কাঠের সাপোর্ট দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। যে কোন মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।
পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা রেল সেতু ১৯৮২ সালে তৈরি হয়। দেখভালের দায়িত্ব জাতীয় সড়ক কর্তৃপক্ষের। কিন্তু রক্ষণাবেক্ষণের করুণ দশা। ভেঙে পড়ছে ওভার ব্রিজের চাঙড়। উপর দিয়ে ভাঙা অংশ স্পষ্ট দেখা যাচ্ছে।
advertisement
advertisement
নিচেই হাওড়া খড়গপুর রেলে লাইন। ওভারব্রিজে উপর দিয়েই যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করে। পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, বর্ধমান, যেতে গেলে সড়ক পথে এই ওভারব্রিজের উপর দিয়েই যেতে হয়।
রক্ষণাবেক্ষণের অভাবে শাল কাঠ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে সেতু। কিন্তু তবুও হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
advertisement
ওভারব্রিজে নিচেই মেছেদার সবজি বাজার। রেল সেতু সংস্কার না হলে যেকোনও সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।
Location :
First Published :
September 28, 2018 8:40 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভেঙে পড়ছে চাঙড়, বিপজ্জনক অবস্থা গুরুত্বপূর্ণ এই সেতুর, যে কোন মুহূর্তে পড়তে পারে ভেঙে