শনিবার বাগানের অনুশীলন দেখে মনে হল গোটা দলের যেন দ্বীপান্তর হয়েছে। লোকে বলে শিলিগুড়ি শহরে আতস কাচ ফেললেও বাগান সমর্থক বার করা মুশকিল। সেই শহরেই বাগান ভার্সেস ইস্টবেঙ্গল। উত্তেজনা আঁচ করেই রবিবার বড় ম্যাচকে কেন্দ্র করে মাঠের সামনে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা।
ইস্টবেঙ্গল দল তখন শেষবেলার অনুশীলনে ব্যস্ত । হঠাৎ এক ভদ্রলোককে ঘিরে তুমুল উন্মাদনা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। নাম বিশ্বপ্রকাশ সরকার। থাকেন বারাসতে। লাল-হলুদের অনুরোধেই তিনি নাকি এসেছেন শিলিগুড়িতে।
advertisement
পোশাকে পুরোহিত, আদতে ক্রীড়া সন্যাসী। তাঁর মন্ত্রেই নাকি দশম আই লিগে ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। আইজলের কাছে আটকাতেই তাঁর মন্ত্রে জয়যোগ চলছে মর্গ্যানের দলে। এটা একটা রং। এবার স্টেডিয়ামের নীচের ফুডপ্লাজা। ও বাবা, এতো আস্ত একটা ইস্টবেঙ্গল তাঁবু। রান্না ঘরে গিয়ে উঁকি মারতেই অসময়ের ইলিশ। ছাঁকা তেলে চলছে সরষে দিয়ে রান্না। আর গরম ভাতের সঙ্গে.....