TRENDING:

Durga Puja 2025: সাক্ষী বহতা আত্রেয়ী, বালুরঘাটে সাহাবাড়ির ঠাকুরদালানে ১৮৫ বছর ধরে পূজিতা দশভুজা

Last Updated:

Durga Puja 2025: সাহা বাড়ির জমিদারি আজ নেই। কিন্তু তাঁর তৈরি দুর্গাপুজো আজও নিয়ম ও নিষ্ঠা সহকারে হয়ে আসছে। চলতি বছরে ১৮৫ তম বছরে পদার্পণ করল বালুরঘাটের সাহাবাড়ির দুর্গাপুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: তৎকালীন অবিভক্ত বাংলাদেশের সঙ্গে বালুরঘাটে যোগাযোগ ছিল নিবিড়। আত্রেয়ী নদী তখন ছিল পূর্ণ যৌবন সম্পন্না, কিন্তু কালের গতির সঙ্গেই তার চেহারা যেমন বদলেছে, তেমনই বদলে গিয়েছে জমিদারির চিত্র। এক সময় চালের ব্যবসা করার জন্য অধুনা বাংলাদেশের পাবনা জেলার জামিনতা গ্রাম থেকে বনমালী সাহা আত্রেয়ী নদী ধরে মাঝে মাঝেই বালুরঘাট আসতেন। এরপরেই শুরু হয় তাদের জমিদারি রাজত্ব। তবে সেই সাহাবাড়ির জমিদারি আজ নেই। কিন্তু তাঁর তৈরি দুর্গাপুজো আজও নিয়ম ও নিষ্ঠা সহকারে হয়ে আসছে। চলতি বছরে ১৮৫ তম বছরে পদার্পণ করল সাহাবাড়ির পুজো। বনমালী সাহার স্ত্রী কুমুদিনী দেবীর স্বপ্নাদেশ পাবার পর থেকেই এই পুজো শুরু হয়। তবে বর্তমানে এই বংশের একমাত্র বংশধর কালীকৃষ্ণ সাহা পারিবারিক ঐতিহ্য অনুসরণ করার চেষ্টা করছেন।
advertisement

পারিবারিক দুর্গাপুজো আজও নিয়ম-নীতি রেওয়াজ মেনেই পালন করার চেষ্টা করেন সাহা পরিবার। চালের ব্যবসায়ী থেকে হঠাৎ করে এলাকায় জমিদারি লাভ করে বনমালী সাহা। বালুরঘাট শহরেই তাঁর ব্যবসার কেন্দ্র গড়ে তোলেন। এরপর আত্রেয়ী দিয়ে বহু জল গড়িয়েছে, বদলেছে সময়। এখন আর জমিদারি নেই, কিন্তু দুর্গাপুজোর যে পারিবারিক রীতি রেওয়াজের ক্ষেত্রে কোনওরকম ছেদ পড়েনি। ইতিমধ্যেই মৃৎশিল্পী থেকে শুরু করে পরিবারের সদস্যরা ধীরে ধীরে হলেও প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলাদেশের অস্থিরতার কারণে বিগত দুই বছর যাবত আত্মীয়-পরিজনরা আসতে পারেনি। এবার আবার আশায় বুক বাঁধছেন সাহা পরিবারের একমাত্র বংশধর কৃষ্ণকালী সাহা। সাহাবাড়ির এই পুজোকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মৈত্রী বন্ধনের ছবি ফুটে ওঠে। পুজোর ক’দিন এপার বাংলা ওপার বাংলা মিলে যায় সাহা পরিবারের অঙ্গনে।

advertisement

আরও পড়ুন : লাগবে না দামি ওষুধ! পেঁয়াজের রসেই খসে পড়বে আঁচিল! অস্বস্তি মুক্তির সেরা টোটকা!

এখনও বন্ধন ষষ্ঠী বা দ্বাপর ষষ্ঠীর দিন থেকে দুর্গার কাঠামো পুজো শুরু হয়। পুজোর কিছু নিজস্ব বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে দেবীর প্রতিমার গঠনেরও কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এছাড়াও পুজোর ভোগ নিবেদনের ক্ষেত্রেও বিশেষ রীতি রেওয়াজ রয়েছে। পুজোর দিনগুলিতে দেবীর সামনে কোনও অন্নভোগ দেওয়া হয় না। দীর্ঘদিন যাবত এই রীতি মেনে চলে সাহা পরিবার। তবে, কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশের জামিনতা গ্রামে সাহা পরিবারের অন্য সদস্যরা দুর্গাপুজোর আয়োজন করতেন। কিন্তু এখন সেখানে পুজো অনুষ্ঠান বন্ধ রয়েছে। চলতি বছরে ওপার বাংলার সাহা পরিবারের অন্যান্য সদস্যরা বালুরঘাটে আসতে পারবে কিনা সেই পথ চেয়ে রয়েছেন সকলেই।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025: সাক্ষী বহতা আত্রেয়ী, বালুরঘাটে সাহাবাড়ির ঠাকুরদালানে ১৮৫ বছর ধরে পূজিতা দশভুজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল