TRENDING:

পুজোয় আকাশে উড়বে ড্রোন! ইভটিজিং রুখতে মণ্ডপে মণ্ডপে উইনার্স বাহিনী! জানুন

Last Updated:

পুজোর দিনগুলিতে  সিসি টিভিতে মুড়িয়ে ফেলা হবে বিগ বাজেটের মণ্ডপ। তুলনায় কম বাজেটের মণ্ডপেও থাকবে সিসি ক্যামেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# শিলিগুড়ি:  আসন্ন শারোদৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রস্তুত শিলিগুড়ি পুলিশ। পুজোর দিনগুলিতে  সিসি টিভিতে মুড়িয়ে ফেলা হবে বিগ বাজেটের মণ্ডপ। তুলনায় কম বাজেটের মণ্ডপেও থাকবে সিসি ক্যামেরা। গোটা শহর ও লাগোয়া এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হবে। নিরাপত্তায় এবারে মোতায়েন করা হবে অতিরিক্ত বাহিনী। সব মিলিয়ে ১৭০০-র কাছাকাছি পুলিশ কর্মী টহল দেবে শহরজুড়ে। যার মধ্যে অফিসার পর্যায়ের কর্তারা যেমন থাকবেন, তেমনি প্রমীলা বাহিনী থেকে সাদা পোশাকের পুলিশও। ইভটিজিং রুখতে মণ্ডপে মণ্ডপে ঘুরবে বিশেষ টিম ব্ল্যাক পোশাকধারী উইনার্স বাহিনী। শহরের আকাশে উড়বে ড্রোন।
advertisement

কোথাও জটলা বা গোলমালের আশঙ্কার ছবি ধরা পড়লেই দ্রুত স্পটে পৌঁছবে পুলিশ ভ্যান। শহরের বড় বড় রাস্তায় টহল দেবে পুলিশ পেট্রোলিং কার। হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে বিসর্জনে বাজবে না ডিজে। আইন ভাঙলে নেওয়া হবে কড়া পদক্ষেপ। আজ এ-কথা জানান শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। এবারে প্রথম দুর্গা পুজোর কার্নিভাল হবে শহরে। ৭ অক্টোবর ওই কার্নিভাল হবে। তার প্রস্তুতিও চলছে। আর তাই এবারে কার্নিভাল পর্যন্ত শহরজুড়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে।

advertisement

অর্থাৎ ষষ্ঠী থেকে ৭ অক্টোবর পর্যন্ত শহরের প্রধান রাস্তাগুলিতে গাড়ি চলাচল করবে না সন্ধ্যে থেকে। তবে টোটো চলার ক্ষেত্রে কিছু ছাড় দিচ্ছে পুলিশ।বিসর্জন ঘাটেও থাকবে সিসি ক্যামেরা। কেননা ছোটো পুজো ও বাড়ির পুজোগুলি দশমিতেই বিসর্জন দেবে। অন্যদিকে ডেঙ্গি নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থাও নেবে পুলিশ। শহরজুড়ে বাড়ছে ডেঙ্গির উপদ্রব। তার মোকাবিলায় পুজো মণ্ডপের সামনে যেন আবর্জনার পাহাড় না জমে সেদিকে নজর থাকবে। পুলিশ ক্যাম্পগুলিও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার নির্দেশ সিপির। ইতিমধ্যেই শিলিগুড়ি পুলিশের গাইড ম্যাপ প্রকাশিত হয়েছে। প্লে স্টোরে ক্লিক করলেই তা চকে আসবে হাতের নাগালে। পাশাপাশি বিশেষ কন্ট্রোল রুমও খোলা হচ্ছে। সিপি জানান, এবারেও শান্তিপূর্ণভাবেই উৎসবের দিনগুলি কাটবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

পার্থপ্রতিম সরকার

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পুজোয় আকাশে উড়বে ড্রোন! ইভটিজিং রুখতে মণ্ডপে মণ্ডপে উইনার্স বাহিনী! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল