জানা গিয়েছে, বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নং জাতীয় সড়কে ফের ধস নেমেছে। বিরিকধারায় প্রায় ২০ মিটার রাস্তা ধসের কোপে পড়েছে। জাতীয় সড়কের হাল ফেরাতে সময় লাগবে বলেই জানিয়েছে পূর্ত দফতর। শুক্রবারও পাহাড় কেটে রাস্তা চওড়া করার কাজ হয়েছে বিরিকধারায়। আপাতত ঘুরপথে সিকিম ও কালিম্পংয়ের সঙ্গে চলছে যোগাযোগ ব্যবস্থা।
এরই মধ্যে আরও আশঙ্কার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকদেরও (Tourists) তাই দুশ্চিন্তা বাড়ার কথা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টা পাহাড়-সহ তরাই ডুয়ার্সে (Darjeeling-Kalimpong-Sikkim-Dooars) চলবে ভারী বৃষ্টি। ফলে ফের ধস নামার আশঙ্কা রয়েছে পাহাড়।
advertisement
আরও পড়ুন: বড় খবর! লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম সরল করল রাজ্য, বহু মানুষের সমস্যা মিটল...
নিম্নচাপের কারণে গত সোমবার রাত থেকে পাহাড়ে নাগাড়ে বর্ষণ চলছে। যার জেরে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ধসের খবর এসেছে। নতুন করে ধস নেমেছে দার্জিলিঙেও। গত কয়েকদিন ধরে দিনভর হোটেলবন্দি রয়েছেন পর্যটকরা। বৃষ্টির মধ্যে বাতিল করতে হয়েছে যাবতীয় পরিকল্পনা। পূর্বাভাস অনুসারে, আগামী কয়েকদিন একই পরিস্থিতি থাকবে। তবে, ২৪ ঘণ্টা পর বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে বলে মনে করছে আবহাওয়া দফতর। গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে ১৬৬ মিমি ও কালিম্পংয়ে ১৩৬ মিমি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাই লাগাতার বৃষ্টি আর ধসে পুজোর ছুটিতে দার্জিলিং পাহাড়ে বেড়াতে যাওয়া হাজার হাজার পর্যটকের মুখ ভার।