এপ্রিলের শুরু থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প৷ স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার৷ একাধিক সরকারি পরিষেবা পাওয়ার পথে যে কোনও সমস্যার সমাধান হতে পারে এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেই৷ তেমনটাই দাবি করা হয়েছে সরকারের তরফে৷ কিন্তু, কোচবিহারের ৯/২১৪ নম্বর বুথের নদী ভাঙতি এলাকার মানুষের অভিযোগ, দুয়ারে সরকারে গিয়েও নাকি তাঁদের কোনও সমস্যার সমাধানই হচ্ছে না৷ শুধুই নষ্ট হচ্ছে সময়৷
advertisement
সেই কারণে এদিন দুয়ারে সরকার ক্যাম্পের সমস্ত কাজ পত্র ফেলে দিয়ে যাঁরা দুয়ারে সরকার ক্যাম্প বসিয়েছিলেন তাঁদের গ্রামবাসীদের একাংশ তাড়িয়ে দেয় বলে অভিযোগ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷
আরও পড়ুন: ডিএ ইস্যুতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! রাজ্যকে বেঁধে দেওয়া হল সময়, এবার...
স্থানীয়েরা জানাচ্ছেন, দুয়ারে সরকারের নামে শুধু গ্রামবাসীদের হয়রানি করা হচ্ছে। বার বার শুধু দুয়ারে সরকার ক্যাম্প বসছে, বিভিন্ন ফর্ম ফিলাপ করা হচ্ছে, তবে কাজ একটাও হচ্ছে না। এমনকী, ঠিক কী কারণে কাজটা হচ্ছে না সেটাও স্পষ্ট করে জানানো হচ্ছে না। কাজ কর্ম বাদ দিয়ে মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে আসছেন, তারপর কাজ না করেই ফিরে যাচ্ছেন৷ সেই কারণেই, এই ক্যাম্প তুলে দেওয়া হয়েছে বলে জানান গ্রামবাসীরা।
বচসার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। গোটা বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের কর্তারা অবশ্য কোনও মন্তব্য করতে চাননি।
শুভঙ্কর সাহা