TRENDING:

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্স, থমকে জনজীবন

Last Updated:

বর্ষার খামখেয়ালির মাশুল গুনছে উত্তরবঙ্গ ৷ এক টানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা ডুয়ার্স ৷ পাহাড়েও নাগাড়ে চলছে বৃষ্টি ৷ এদিকে দক্ষিণবঙ্গ এখনও খটখটে ৷ দু-এক পশলা শুরু হলেও বিক্ষিপ্ত সেই বৃষ্টিতে তেমন মন ভরছে না দক্ষিণবাসীর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: বর্ষার খামখেয়ালির মাশুল গুনছে উত্তরবঙ্গ ৷ এক টানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা ডুয়ার্স ৷ পাহাড়েও নাগাড়ে চলছে বৃষ্টি ৷ এদিকে দক্ষিণবঙ্গ এখনও খটখটে ৷ দু-এক পশলা শুরু হলেও বিক্ষিপ্ত সেই বৃষ্টিতে তেমন মন ভরছে না দক্ষিণবাসীর ৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা যথেষ্ট দুর্বল ৷ ফলে এখনও বৃষ্টির সম্ভাবনা তেমন জোরদার নয় ৷ হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির হলেও বাড়বে তাপমাত্রা ৷ জারি থাকে আর্দ্রতাজনিত অস্বস্তিও ৷
advertisement

এদিকে ডুয়ার্সের একটানা বৃষ্টিতে আতঙ্কিত উত্তরবঙ্গ ৷ বিভিন্ন নদীতে জল বইছে বিপদসীমার উপর দিয়ে ৷ একাধিক এলাকা জলমগ্ন ৷ টানা বৃষ্টি হচ্ছে ভুটান পাহাড় ও ধূপগুড়িতে ৷ ফলে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন ৷

আরও পড়ুন: Video: জলপাইগুড়ির নদীগুলিতে বেড়েছে জলস্ফীতি

সেরা ভিডিও

আরও দেখুন
স্মার্ট প্রযুক্তিতে হার্ট পরীক্ষা, সিউড়িতে 'উপহার' এর হাত ধরে রুখে দেওয়া হবে হার্ট অ্যাটাক
আরও দেখুন

রাতভর বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে জলপাইগুড়ির বেশিরভাগ এলাকা ৷ জলমগ্ন জলপাইগুড়ির একাধিক গ্রাম ৷ গ্লান্ডি, ডুডুয়া, জলঢাকা নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে ৷ আংড়াভাষা, বুড়িতোর্সা নদীতেও জল বইছে বিপদসীমার উপর দিয়ে ৷ বহু বাড়ির ভিতরে জলের স্রোত বইছে ৷ জল ডিঙিয়ে পারাপার করছেন বাসিন্দারা ৷ ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়েছে বহু গাছ ৷ ফলে বিদ্যুতের খুঁটি উপরে গিয়েছে বহু জায়গায় ৷ জলযন্ত্রণায় নাজেহাল স্থানীয়রা ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
টানা বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্স, থমকে জনজীবন