গতকাল রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায় ৷ সেখানে দেখা যায়, ফালাকাটা থানার ভিতর এক যুবককে বেধড়ক মারধর করছেন আলিপুরদুয়ারের ডিএম নিখিল নির্মল ৷ অভিযোগ, নিখিলের স্ত্রীকে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিনোদবিহারী সরকার নামের ওই যুবক ৷ কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় নিখিলকে ৷ এমনকী এই ঘটনার পড়েই ওই জেলাশাসককে ১০ দিনের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
কিন্তু তাতেও এতটুকু দমে যাননি ডিএম ঘরণী ৷ স্বামীর ঢাল হয়ে আসরে নেমে নন্দিনী বলেন, ‘‘স্বামী আমাকে রক্ষা করার শপথ নিয়েছিলেন ৷ তিনি প্রতিশ্রুতি রেখেছেন ৷ স্বামীর কাজের জন্য আমি গর্বিত ৷’’ শুধু তাই নয়, অভিযুক্ত যুবককে মারধরের স্বপক্ষে নন্দিনীর যুক্তি, ‘‘মহিলাকে নোংরা মন্তব্য করা দোষ নয়? তার শাস্তি পাওয়া উচিত নয়?’’