TRENDING:

Dilip Ghosh: 'ঘটিবাটি সবই যাবে...' বিস্ফোরক দিলীপ ঘোষ! নিশানা করলেন কাকে? তীব্র আলোড়ন

Last Updated:

Dilip Ghosh: ফের 'ফর্মে' বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। দেখে নেওয়া যাক, কোন বিষয়ে কী প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: মালদহে একাধিক বিষয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এর আগে নানা বিতর্কের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। এমনকী তাঁর নানা মন্তব্যে অস্বস্তিতে পড়েছে দলও। বেশ কিছু ক্ষেত্রে দিলীপ ঘোষের উপর বিধিনিষেধ আরোপের গুঞ্জনও শোনা গিয়েছিল। কিন্তু তা কাটিয়ে ফের 'ফর্মে' বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। দেখে নেওয়া যাক, কোন বিষয়ে কী প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
advertisement

রাষ্ট্রপতি নির্বাচন: রাষ্ট্রপতি পদে আমাদের জেতা নিয়ে কোনও চিন্তা নেই। প্রায় সাত লক্ষ ভোট পাচ্ছে বিজেপি। পূর্ব ভারত থেকে আদিবাসী সম্প্রদায়ের একজন যোগ্য মহিলাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। পূর্ব ভারত থেকে তিনি অনেক ভোট পাবেন। অন্য পার্টি থেকেও অনেক সাংসদ, বিধায়ক বিবেকের টানে তাঁকে ভোট দেবেন। কোনও হুইপ নেই। মহারাষ্ট্রেও আমাদের ভোট যথেষ্ট।

advertisement

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোট প্রসঙ্গ: বিরোধী প্রার্থী নিয়ে আমাদের কোনও চিন্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও অনেক জোট, ঘোঁট করেছেন, কোনও লাভ হয়নি। উনি গুরুত্ব চাইছেন। কিন্তু ওকে কেউ পাত্তা দিচ্ছে না। তাই উনি মিটিং -এ যাবেন না বলে ঠিক করেছেন। বিরোধীরা এক জায়গায় থাকতে পারছেন না। ভেঙে খান খান হয়ে যাচ্ছেন। যাওয়ার একটাই জায়গা আছে বিজেপি, তাই বিজেপির সঙ্গে চলে আসুন।

advertisement

আরও পড়ুন: ফুটবল ঈশ্বরের আজ জন্মদিন, লিও মেসির জীবনের এই অজানা তথ্যগুলি জানলে চমকে উঠবেন

শিক্ষকের চাকরিতে দুর্নীতির প্রসঙ্গ: টাকাও যাবে, চাকরিও যাবে। সুদও যাবে, ঘটিবাটি সবই যাবে। নিয়োগ দুর্নীতি নিয়ে অনেক তথ্য বেরিয়ে আসবে। কেউ অনৈতিকভাবে চাকরি নিয়ে থাকলে তাকে সাজা পেতে হবে।

আরও পড়ুন: গুজরাত দাঙ্গা মামলায় বড়সড় স্বস্তি, মোদিকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

মহারাষ্ট্র সরকার প্রসঙ্গে: মহারাষ্ট্রে সরকারের সংকটে বিজেপি পিকচারে নেই। তাঁদের পার্টি তাঁরা ভাঙছে। আমাদের কোন রোল নেই। তবে আমাদের পুরনো বন্ধু। তাই চিন্তা হচ্ছে। আমাদের কেউ সাহায্য চাইলে আমরা সাহায্য দেব।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dilip Ghosh: 'ঘটিবাটি সবই যাবে...' বিস্ফোরক দিলীপ ঘোষ! নিশানা করলেন কাকে? তীব্র আলোড়ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল