ফুটবল ভক্তদের কাছে লিওনেল মেসি যেন এক ঈশ্বরের নাম। দিয়েগো মারাদোনার পর অনেকে তাঁকেই ফুটবলের জাদুকর বলে ডাকেন। লিওনেল মেসিকে তাই বিশ্বের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। তার ক্ষিপ্র ড্রিবলিং ও জাদুকরী ফ্রি-কিক দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। কিন্তু তার সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা কজন ই বা জানি! চলুন তাহলে জেনে নেওয়া যাক বিশ্ব সেরা এই ফুটবল তারকার কিছু অজানা ও অবাক করা তথ্য।
বার্সেলোনার সঙ্গে মেসির প্রথম চুক্তি লেখা হয়েছিল কীসের জন্য আপনারা জানেন কি? একটি টিস্যু পেপারে! বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাচ মেসির প্রতিভা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তখনই চুক্তি করিয়ে নিতে চেয়েছিলেন। হাতের কাছে কোনো কাগজ না পাওয়াতে টিস্যু পেপারেই লিখিত চুক্তি করে ফেলেন তিনি।
বার্সেলোনা মেসির ফুটবলের কারুকাজ দেখে মুগ্ধ হয়ে তাকে ক্লাবে নেয় এবং তার পারিশ্রমিক হিসেবে মেসির চিকিৎসার পুরো ব্যয়ভার নিয়ে নেয়। মেসির বাবা মা এই সময়ে আর্জেন্টিনা থেকে স্পেনে চলে আসে। মেসিকে স্পেনের জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু মেসি সেই প্রস্তাব নাকোচ করে দেয়। কারণ মেসির স্বপ্ন ছিলো আর্জেন্টিনার নীল সাদা জার্সি।
মেসির দুই দেশের দুটি পাসপোর্ট আছে। একটি আর্জেন্টিনার ও একটি স্পেনের। ২০০৫ সালের সেপ্টেম্বরে স্পেনের নাগরিকত্ব পায় এই তারকা। মেসির বার্সেলোনা ও আর্জেন্টিনার জার্সির নম্বর ১০। প্রায় প্রতিটি গোল করেই তিনি আকাশের দিকে আঙ্গুল উচু করেন কেন জানেন? কারণ তিনি তার গোল গুলোকে উৎসর্গ করেন তার প্রয়াত দিদাকে।