Lionel Messi Birthday: ফুটবল ঈশ্বরের আজ জন্মদিন, লিও মেসির জীবনের এই অজানা তথ্যগুলি জানলে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Lionel Messi Birthday: মেসি ইতালিয়ান বংশোদ্ভূত একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহন করেছিলেন। তার বাবা একটি ফ্যাক্টরিতে কাজ করতেন আর মা ছিলেন পার্ট টাইম ক্লিনার।
ফুটবল ভক্তদের কাছে লিওনেল মেসি যেন এক ঈশ্বরের নাম। দিয়েগো মারাদোনার পর অনেকে তাঁকেই ফুটবলের জাদুকর বলে ডাকেন। লিওনেল মেসিকে তাই বিশ্বের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। তার ক্ষিপ্র ড্রিবলিং ও জাদুকরী ফ্রি-কিক দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। কিন্তু তার সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা কজন ই বা জানি! চলুন তাহলে জেনে নেওয়া যাক বিশ্ব সেরা এই ফুটবল তারকার কিছু অজানা ও অবাক করা তথ্য।
advertisement
advertisement
advertisement
advertisement
বার্সেলোনা মেসির ফুটবলের কারুকাজ দেখে মুগ্ধ হয়ে তাকে ক্লাবে নেয় এবং তার পারিশ্রমিক হিসেবে মেসির চিকিৎসার পুরো ব্যয়ভার নিয়ে নেয়। মেসির বাবা মা এই সময়ে আর্জেন্টিনা থেকে স্পেনে চলে আসে। মেসিকে স্পেনের জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু মেসি সেই প্রস্তাব নাকোচ করে দেয়। কারণ মেসির স্বপ্ন ছিলো আর্জেন্টিনার নীল সাদা জার্সি।
advertisement
মেসির দুই দেশের দুটি পাসপোর্ট আছে। একটি আর্জেন্টিনার ও একটি স্পেনের। ২০০৫ সালের সেপ্টেম্বরে স্পেনের নাগরিকত্ব পায় এই তারকা। মেসির বার্সেলোনা ও আর্জেন্টিনার জার্সির নম্বর ১০। প্রায় প্রতিটি গোল করেই তিনি আকাশের দিকে আঙ্গুল উচু করেন কেন জানেন? কারণ তিনি তার গোল গুলোকে উৎসর্গ করেন তার প্রয়াত দিদাকে।