TRENDING:

সামনে সাজানো কেক! বন্ধুর বউয়ের সঙ্গে ধান ক্ষেতে যা করছিলেন যুবক...! ধরা পড়তেই ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

Love Affair: ধূপগুড়িতে রকি চৌধূরী ও এক গৃহবধূর ধানক্ষেতে কেক কাটার ঘটনায় চাঞ্চল্য! নতুন দিশা ওয়েলফেয়ার-এর কর্ণধার জড়িত, পিংক পুলিশ তিনজনকে থানায় নেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধূরী, ধূপগুড়ি: রাতের অন্ধকারে নির্জন ধানক্ষেত। সামনে সাজানো কেক। বাইরে থেকে মনে হচ্ছিল জন্মদিনের আয়োজন চলছে। কিন্তু হঠাৎ সন্দেহ জাগতেই গ্রামবাসীরা গিয়ে ধরে ফেললেন এক গৃহবধূ এবং এক যুবককে। আর তাতেই ফাঁস হল অপ্রত্যাশিত ঘটনা।
বন্ধুর বউয়ের সঙ্গে রাতের অন্ধকারে ধানক্ষেতে কেক কাটতে গিয়ে কাণ্ড! ধূপগুড়িতে চাঞ্চল্য 
বন্ধুর বউয়ের সঙ্গে রাতের অন্ধকারে ধানক্ষেতে কেক কাটতে গিয়ে কাণ্ড! ধূপগুড়িতে চাঞ্চল্য 
advertisement

প্রথমে ধৃত দু’জন নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেন। গ্রামবাসীরা পরিচয়পত্র চাইতেই আসল সত্যি বেরিয়ে আসে। জেরার মুখে মহিলা স্বীকার করেন—“আমি ওঁকে ভালোবাসি।” যুবকের বক্তব্য—“আমরা শুধু জন্মদিন পালন করছিলাম।”

আমেরিকায় দারিদ্র্যের দিন শুরু! ডোনাল্ড ট্রাম্পের জন্য আরও এক ধাক্কা!  নতুন রিপোর্টে ব্যাপক চাঞ্চল্য! 

দৃষ্টিহীন হয়েও শিক্ষার আলো দিচ্ছেন নীলরতন! ছাত্র-ছাত্রীদের প্রিয় এই শিক্ষক যেন সমাজের কাছে হয়ে উঠেছেন দৃষ্টান্ত

advertisement

কিন্তু গ্রামবাসীদের প্রশ্ন, “জন্মদিনের কেক কাটতে হলে মাঠে-ঘাটে অন্ধকারে যাওয়ার কী দরকার? হোটেল-রেস্টুরেন্ট তো আছে!”

এরপরই নাটক জমে ওঠে। ঘটনাস্থলে হাজির হন গৃহবধূর আসল স্বামী। স্ত্রীকে অন্য যুবকের সঙ্গে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। গ্রামবাসীদের দাবি, যুবককে মারধরও করেন স্বামী। পরে অবশ্য গ্রামবাসীরাই হস্তক্ষেপ করে তাঁকে রক্ষা করেন।

জানা গেছে, ধৃত যুবকই স্থানীয় এক এনজিও ‘নতুন দিশা ওয়েলফেয়ার’-এর কর্ণধার। ফলে সাধারণ মানুষের প্রশ্ন—“যারা সমাজকে দিশা দেখাবে, তারাই যদি বন্ধুর স্ত্রীর সঙ্গে দিশাহারা হয়ে যায়, তবে সমাজ কী শিখবে?”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

শেষমেশ খবর পেয়ে পিংক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই থানায় নিয়ে যায়। তবে গোটা ধূপগুড়ি জুড়েই এখন একটাই চর্চা—বন্ধুত্ব, প্রেম নাকি বিশ্বাসঘাতকতা—ধানক্ষেতের অন্ধকারে কেক কাটার আসল রহস্য কী?

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সামনে সাজানো কেক! বন্ধুর বউয়ের সঙ্গে ধান ক্ষেতে যা করছিলেন যুবক...! ধরা পড়তেই ভয়ঙ্কর কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল