এই প্রসঙ্গে গৌতম দেব বলেন, “ধূপগুড়ির মানুষ মহকুমা চান। কিন্তু, নির্বাচিত বিজেপি জনপ্রতিনিধিরা কতবার বিধানসভায় সেই দাবি উত্থাপন করেছেন? আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার প্রতিশ্রুতি দেওয়ার পরই এর বিরোধিতায় নির্বাচন কমিশনে যায় বিজেপি। তাদের এই আচরণই তাদের সংবেদনশীলতাহীন মানসিকতার প্রমাণ।” মহুয়া গোপ বলেন, “বিজেপি নেতাদের মানসিকতাই ধূপগুড়িবিরোধী। জলপাইগুড়ির ৭.৯৮ লক্ষের বেশি মানুষ ১০০ দিনের কাজের টাকা পাননি। নির্বাচিত বিজেপি সাংসদই এর জন্য দায়ী।”
advertisement
বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন।
গত ২৫ জুলাই কলকাতার হাসপাতালে প্রয়াত হন বিজেপির বিধায়ক বিষ্ণুপদ রায়। সে কারণেই ধূপগুড়িতে উপনির্বাচন হচ্ছে। ২০২১ সালে বিজেপির বিষ্ণুপদ রায় ১০৪৬৮৮ ভোট পান। সেখানে তৃণমূলের মিতালি রায় ১০০৩৩৩ ভোট পেয়েছিলেন। ৪ হাজার ৩৫৫ ভোটে জয়ী হন বিজেপি নেতা। তাঁর মৃত্যুতেই এবার উপনির্বাচন হতে চলেছে।