সামনেই ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন। তাই বিভিন্ন জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং। শালবাড়ি এলাকাতেও পুলিশ চেক পোস্টে চলছিল নাকা চেকিং। এই সময় পুলিশের নজরে আসে টাকা গুলি। সঙ্গেসঙ্গে বিষয়টি পুলিশের তরফে জানানো হয় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড টিমকে।
আরও পড়ুন: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় এবার মন্ত্রী সুজিত বসুকে তলব, নোটিস পাঠাল সিবিআই! তুমুল শোরগোল
advertisement
এরপর তল্লাশি চালালে উদ্ধার হয় প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা। সমস্ত নোট ৫০০ টাকায় রয়েছে বলেই জানিয়েছে তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর ধৃতরা সকলেই অসমের বরপেটার বাসিন্দা।
আরও পড়ুন: যাদবপুরে শান্তি রক্ষা করতে সেনা? ভরদুপুরে চাঞ্চল্য, পড়ুয়ারা ঘিরে ধরতেই আসল রহস্য ফাঁস
যাদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে, তারা দাবি করেন সকলেই দুধের ব্যাবসা করেন। মহিষ কেনার জন্য টাকা নিয়ে যাচ্ছিলেন। যদিও তদন্তকারীদের দাবি এখনও পর্যন্ত টাকার বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। তাই বাজেয়াপ্ত করা হয়েছে সাড়ে ১৩ লক্ষ টাকা।