গণনাকেন্দ্রের বাইরে সকাল সকালই পৌঁছে গিয়েছেন বিজেপি প্রার্থী তাপসী রায় এবং সিপিএম-কংগ্রেস জোট ঈশ্বর চন্দ্র রায়। জয়ের ব্যাপারে আশাবাদী দুজনেই।
এখানে লড়াইয়ে তিন দলের তিন রায়। দক্ষিণবঙ্গের সাগরদিঘি মডেল এবার উত্তরবঙ্গের এই ধূপগুড়িতেও! এখানে সিপিআইএম প্রার্থীকে সমর্থন করছে কংগ্রেস। ধূপগুড়িতে লড়াই ত্রিমুখী। তিন ‘রায়’-এ রায় দেবে ধূপগুড়ি। সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের সঙ্গে লড়াইয়ে তৃণমূলের নির্মলচন্দ্র রায় এবং বিজেপির তাপসী রায়। শেষ তিন বিধানসভা ভোটে ধূপগুড়ি দেখেছে তিন রাজনৈতিক দলের জয়।
advertisement
২০১১ সালে ৪ হাজারের সামান্য বেশি ভোটে জয়ী হয় সিপিআইএম। ২০১৬ সালে ১৬ হাজার ভোটে জয়ী হয় তৃণমূল। ২০২১-এ বিজেপি জেতে ৪ হাজার ৩৫৫ ভোটে । ২০২১-এর বিধানসভা ভোটে ধূপগুড়িতে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। হারিয়ে দেন তৃণমূলের মিতালি রায়কে। বিজেপি বিধায়ক বিষ্ণুপদের মৃত্যুর কারণেই ধূপগুড়িতে উপনির্বাচন হয়।
তেইশের পঞ্চায়েত ভোটে ধূপগুড়িতে পদ্মকে টেক্কা দিয়েছিল ঘাসফুল। ধূপগুড়ি বিধানসভা এলাকায় পঞ্চায়েত সমিতি ধূপগুড়ি। এই পঞ্চায়েত সমিতিতে ২৭টি আসন। তেইশের পঞ্চায়েত ভোটে তৃণমূল ১৯ এবং বিজেপি ৮টিতে জয় পেয়েছিল।
কিন্তু এ বার উপ নির্বাচনের ফলাফল কী হবে? আসন কি ধরে রাখতে পারবে বিজেপি, না কি পদ্ম শিবিরের হাত থেকে সিট ছিনিয়ে নিতে সক্ষম হবে তৃণমূল৷ বাজিমাত করতে পারেন বাম-কংগ্রেস জোটপ্রার্থীও৷ ফলাফল অবশ্য সময়ই বলবে৷