অভিযুক্ত পুলিশ অফিসারকে সরানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল বিজেপির । রাজ্য বিজেপির দাবি, ‘‘নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শুধুমাত্র ভোটারদের লাইন দেখার দায়িত্ব রাজ্য পুলিশের। কিন্তু বুথের সামনে দাঁড়িয়ে ভোটারদের পরিচয় পত্র যাচাই করে ভোটারদের বুথে ঢোকানোর কাজ নয় রাজ্য পুলিশের।’’
আরও পড়ুন– ‘আমাদের দেশের নাম আমরাই ঠিক করব…’ ইন্ডিয়ার বদলে ভারত বিতর্কে এবার মুখ খুলল রাজ্য বিজেপি
advertisement
বিজেপি প্রার্থী তাপসী রায় এরই প্রতিবাদ করাতে জনৈক অতিরিক্ত পুলিশ সুপার রীতিমত বিজেপি প্রার্থীকে হুমকি দেন বলে অভিযোগ। যেভাবে একজন মহিলা প্রার্থীর সঙ্গে ওই পুলিশ অফিসার আঙুল উঁচিয়ে দুর্ব্যবহার করেছেন তা নিয়েও সরব হয়েছে বিজেপি। এই মর্মে নির্বাচন কমিশনের চিফ এক্সিকিউটিভ অফিসারকে চিঠি দিয়ে গোটা ঘটনার কথা জানিয়ে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করার দাবিও জানাল বঙ্গ পদ্ম শিবির। ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক প্রয়াণের কারণে মঙ্গলবার উপনির্বাচন হয় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে।