আন্দামানের পর জলপাইগুড়িতে শনিবার উদ্বোধন হল কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চের। উদ্বোধনের দিন বিতর্ক উসকে দিয়ে আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়ে দেন, সার্কিট বেঞ্চ তৈরির পুরো খরচ ৪০ কোটি টাকাই বহন করেছে রাজ্য সরকার।
রাজ্য ও কলকাতা হাইকোর্টকে অন্ধকারে রেখেই গত মাসের ৮ তারিখে ময়নাগুড়ি থেকে এই সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সার্কিট বেঞ্চ তৈরির কৃতিত্বও দাবি করেছিলেন।
advertisement
যদিও প্রধানমন্ত্রীর এই উদ্বোধনকে কর্যত গুরুত্ব না দিয়েই ৯ ফেব্রুয়ারি রাজ্যের আইন সচিবকে চিঠি দিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল জানান, ৯ মার্চ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন ঠিক করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। শনিবার রাজ্যপালের বক্তব্যেও উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার কথা।
প্রশাসনিক ও আইনি জটিলতায় বারবার পিছিয়েছে সার্কিট বেঞ্চের উদ্বোধন। শনিবার সেকথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্ক পিছু না ছাড়লেও দীর্ঘ অপেক্ষার পর সার্কিট বেঞ্চ পেয়ে খুশি উত্তরবঙ্গের মানুষ।
