TRENDING:

জেলের মধ্যেই গলায় ফাঁস দিয়ে চরম পরিণতি আসামির ! নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

Last Updated:

জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে ফাঁসির আসামির আত্মহত্যার ঘটনা ঘটল। নিজের সেলের ভিতরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। সুরেশ রায় নামে ওই অভিযুক্ত তাঁর এক আত্মীয়কে খুনের অভিযোগে গত ২৯ জুলাই ফাঁসির সাজা শোনানো হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তনু কর, জলপাইগুড়ি: জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে ফাঁসির আসামির আত্মহত্যার ঘটনা ঘটল। নিজের সেলের ভিতরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

সুরেশ রায় নামে ওই অভিযুক্ত তাঁর এক আত্মীয়কে খুনের অভিযোগে গত ২৯ জুলাই ফাঁসির সাজা শোনানো হয়। এরপরেই শিলিগুড়ির উদয় কলোনির বাসিন্দা সুরেশ রায় নামে এই যুবক চরম পদক্ষেপ বেছে নেন। গতকাল রাতে নিজের সেলের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

এর কিছুদিন আগে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে একই ভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পকসো মামলায় বিচারাধীন অন্য এক আসামি। জেলের মধ্যে এমন একের পর এক ঘটনায় সংশোধনাগারের ভিতরের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জেলের মধ্যেই গলায় ফাঁস দিয়ে চরম পরিণতি আসামির ! নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল