দীর্ঘদিন ধরে ওই পদে আসীন ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন মেয়র, ডেপুটি মেয়র। ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন বলে জানান মেয়র গৌতম দেব। তিনি বলেন, এন এস ওয়ান পজিটিভ ছিল। শেষে মাল্টি অর্গান ফেল করে যায়। শহরে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার ৭০০! মাঝে কিছুটা প্রকোপ কমেছিল। ফের হু হু করে বাড়ছে সংক্রমণ।
advertisement
উদ্বেগে শহরবাসী। মশার উপদ্রবে কার্যত টেকা দায়। ২৩ নং ওয়ার্ডেরই আর এক বাসিন্দা নান্টু পালেরও মৃত্যু হয়েছে আজ। সেও ডেঙ্গি আক্রান্ত ছিল বলে পরিবারের দাবী। ডেঙ্গির উপসর্গ নিয়ে গতকালই ভর্তি হয়েছিলেন বেসরকারী হাসপাতালে। সঙ্গে কিডনির অসুখেও ভুগছিলেন। তাঁরও প্লেটলেট নেমে গিয়েছিল।
আরও পড়ুন - বাবার খাওয়ার থালা ধুতে গিয়ে একে একে ডুবে গেল দুই মেয়ে, তারপর বাবার পরিণতিও মর্মান্তিক
যদিও মেয়র জানান, ডেঙ্গিতেই মৃত্যু কীনা খোঁজ নেওয়া হবে।এদিকে ডেঙ্গি নিয়ে তৃণমূল এবং বিজেপির তরজা তুঙ্গে। তৃণমূল পরিচালিত পুরসভার অদক্ষতাকেই দায়ী করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ পুরসভা। বিরোধীদের সঙ্গে কোনো আলোচনাই করছেন না মেয়র। আজ মহামারীর আকার নিয়েছে শহরে। ডেঙ্গির প্রকোপ বাড়ছে, নিয়ন্ত্রণে আনতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলে পালটা জানান ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তবে বিধায়কের অভিযোগ মানতে নারাজ তিনি। তাঁর দাবি, প্রায় এক মাস উৎসবের মরসুমে ডুবে ছিল শহরবাসী। তবুও শহরকে পরিষ্কার, পরিচ্ছন্ন রাখতে সদা তৎপর ছিল পুরসভা। এদিকে কাল মঙ্গলবার ডেঙ্গি নিয়ে জরুরী বৈঠক তলব করেছেন মেয়র গৌতম দেব।
Partha Sarkar