TRENDING:

বাবা ফিরবে না আর, বোঝে না একরত্তি! রাতে স্বপ্ন দেখে শহিদ জওয়ানের মেয়ে

Last Updated:

মেয়ের মুখে সেই গল্প শুনে ভবিষ্যতে এগিয়ে চলার শপথ নেন বীর শহিদের স্ত্রী রুম্পা রায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: আলিপুরদুয়ার বিন্দিপাড়ার বীর শহীদের স্মৃতি আকড়ে ছয় বছরের শিশু কন্যাকে নিয়ে বেঁচে আছেন জওয়ান বিপুল রায়ের স্ত্রী। শিশু কন্যা তমন্না রোজ চোখ বুজে স্বপ্ন দেখে, তার বাবাকে যুদ্ধ করতে। বাবা হিরোর মত শত্রুদের মারছে। একরত্তি শিশু বোঝেনা বাবাকে হারানোর যন্ত্রনা। স্বপ্নে সে বাবাকে অনুভব করে।
advertisement

আর মেয়ের মুখে সেই গল্প শুনে ভবিষ্যতে এগিয়ে চলার শপথ নেন বীর শহিদের স্ত্রী রুম্পা রায়। চিনা সৈনিকদের হাতে প্রাণ হারানো আলিপুরদুয়ার জেলার বিন্দিপাড়া গ্রামে বিপুল রায়ের স্মৃতি এখন গোটা গ্রাম জুড়ে ৷ এই বাড়িতে এখন রয়েছেন স্ত্রী ও শিশু কন্যা। শুধু নেই যার হাত ধরে তারা মিরাট থেকে গ্রামে ফিরতেন তিনি। শোকার্ত বিন্দিপাড়া ৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাবা ফিরবে না আর, বোঝে না একরত্তি! রাতে স্বপ্ন দেখে শহিদ জওয়ানের মেয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল